Higher Secondary Examination 2025: উচ্চমাধ্যমিকে বাংলায় ছাঁকা নম্বর তোলা সহজ! জানতে হবে কয়েকটি কায়দা, রইল শিক্ষকের পরামর্শ
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Higher Secondary Examination 2025: কেউ আর্টস, কেউ সায়েন্স কেউ বা পড়েন কমার্স নিয়ে। তবে স্ট্রিম যাই থাকুক না কেন বাংলা পরীক্ষা দিতে হয় সকলকেই। তাই অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলায় ভাল নম্বর তোলা নিয়ে চিন্তিত থাকেন বহু পরীক্ষার্থীই।
জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও বাকি রয়েছে স্কুল জীবনের আরও একটি পরীক্ষা উচ্চমাধ্যমিক। বাংলায় ভাল নম্বর তুলতে টেনশন? চিন্তা দূর করবে সহজ কিছু টিপস। ভাল নম্বর পাওয়ার কিছু টিপস জানাচ্ছেন জলপাইগুড়ির বিশিষ্ট বাংলা শিক্ষক কৌশিক গোস্বামী। উচ্চমাধ্যমিকে এক এক পরীক্ষার্থীর থাকে এক এক স্ট্রিম। কেউ আর্টস, কেউ সায়েন্স কেউ বা পড়েন কমার্স নিয়ে। তবে স্ট্রিম যাই থাকুক না কেন বাংলা পরীক্ষা দিতে হয় সকলকেই। তাই অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলায় ভাল নম্বর তোলা নিয়ে চিন্তিত থাকেন বহু পরীক্ষার্থীই।
উচ্চমাধ্যমিকে বাংলায় ভালনম্বর পেতে হলে পরিকল্পিত পড়াশোনা এবং দক্ষতা বৃদ্ধির কিছু কৌশল অনুসরণ করা জরুরি। প্রতিটি অধ্যায় ভাল ভাবে পড়তে হবে। বারবার রিভিশন দিতে হবে। ব্যাকরণ এবং ভাষাগত নিয়ম যথাযথভাবে রপ্ত করতে হবে। বিশেষ করে সন্ধি, সমাস, কারক-বিভক্তি এবং অলঙ্কার।
advertisement
রচনার ক্ষেত্রে সুন্দর ভাষা, যথাযথ তথ্য ও সঠিক উপসংহার লেখা অভ্যাস করতে হবে ।ভাবসম্প্রসারণ এবং সারাংশ লেখার দক্ষতা বাড়ান। অপ্রয়োজনীয় শব্দ বাদ দিন। বিগত বছরের প্রশ্নপত্র এবং মডেল টেস্ট বারবার সমাধান করতে হবে। এরই সঙ্গে উত্তরপত্র পরিষ্কার এবং সুগঠিতভাবে এবং বানানের শুদ্ধতা বজায় রেখে প্রশ্ন ভাল ভাবে পড়ে উত্তর লিখতে হবে। পরীক্ষার হলে সময় ঠিকভাবে বণ্টন করাও জরুরি।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 1:42 PM IST