WBBSE Madhyamik Result 2021: মাধ্যমিক পরীক্ষার ফলাফল || ভূগোলেই সবচেয়ে বেশি নম্বর পেল পরীক্ষার্থীরা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
WBBSE Madhyamik Result 2021:মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB Board Class 10 Result)| অঙ্কে ৪৮২২৭ জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০এর মধ্যে নম্বর পেয়েছে।
#কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট (WB Madhyamik Results)। এবারের মাধ্যমিকে পরীক্ষা নেওয়া হয়নি। নবম শ্রেণির পরীক্ষার নম্বর এবং দশম শ্রেণীর ইন্টার্নাল ফরমেটিভ ইভ্যালুয়েশন এই দুয়ের নিরিখেই ছাত্র-ছাত্রীদের এবার নম্বর দেওয়া হয়েছে। তার জেরে এবার বিষয়ভিত্তিক ৯০ থেকে ১০০ নম্বরের প্রাপকের সংখ্যা (Madhyamik Result update) অনেকটাই বাড়ল।
advertisement
পর্ষদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ৭৮৩৭৬ জন পরীক্ষার্থী প্রথম ভাষায় অর্থাৎ বাংলাতে ৯০-১০০ এরমধ্যে নম্বর পেয়েছে। দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজিতে ৬৬৯০৩ জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০ এর মধ্যে নম্বর পেয়েছে। অঙ্কে ৪৮২২৭ জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০এর মধ্যে নম্বর পেয়েছে। ভৌত বিজ্ঞানে ৫০৮৫৪ জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০ এর মধ্যে নম্বর পেয়েছে। জীবন বিজ্ঞানে ৭৭১২০ জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। ইতিহাসে ৭৪৮৬০ জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০ মধ্যে নম্বর পেয়েছে। ভূগোলে ৮৩২৮৯ জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে।
advertisement
পর্ষদ সূত্রের খবর অতীতে এই ধরনের নজির ছিল না এত সংখ্যক পরীক্ষার্থীর ৯০ থেকে ১০০ শতাংশের এর মধ্যে নম্বর পাওয়ার। উল্লেখযোগ্যভাবে অংকতে যেমন এএ গ্রেড প্রাপকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে তেমনি কলকাতা থেকে ৯০ থেকে ১০০ নম্বরের প্রাপকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষা হবে না তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে কিভাবে ছাত্রছাত্রীরা নম্বর দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।২০১৯ সালের নবম শ্রেণির পরীক্ষার নম্বর ও ২০২০ সালের দশম শ্রেণীর ইন্টার্নাল ফর্মতিভ এভালুয়েশন এই দুয়ের নিরিখেই এবছর ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছে।৫০-৫০ অনুপাতেই ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে এবারে মাধ্যমিকে।
advertisement
পর্ষদ সভাপতি অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও এবছর সর্বোচ্চ নম্বর হয়েছে ৬৯৭। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন "৭৯ জন পরীক্ষার্থী এবছর সর্বোচ্চ নম্বর পেয়েছেন।" পর্ষদ সূত্রের খবর ১ থেকে ১০ তম স্থান পর্যন্ত যদি মেধা তালিকা প্রকাশ হতো তাহলে প্রচুর ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান পেত। যদিও এবছর মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ না হওয়ায় পর্ষদের তরফের বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। প্রসঙ্গত মঙ্গলবার স্কুল মারফত অভিভাবক অভিভাবিকারা মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
advertisement
-সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
July 20, 2021 11:21 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WBBSE Madhyamik Result 2021: মাধ্যমিক পরীক্ষার ফলাফল || ভূগোলেই সবচেয়ে বেশি নম্বর পেল পরীক্ষার্থীরা