IIT JEE Advanced Result 2021: প্রকাশিত হল রেজাল্ট, দেখুন কীভাবে চেক করবেন ফলাফল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কীভাবে IIT JEE Advanced Result 2021 দেখবেন জেনে নিন
#নয়াদিল্লি: IIT JEE Advanced Result 2021: জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের (JEE Advanced) ফল প্রকাশিত করল আইআইটি খড়গপুর। পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের (JEE Advanced Result) অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-তে লগইন করে ফলাফল দেখতে পারবেন। গত ৩ অক্টোবর পরীক্ষা সংঘটিত হয়। পরীক্ষাটি জাতীয় পরীক্ষা সংস্থা দ্বারা পরিচালিত হয়েছিল। এ বছর পরীক্ষা আয়োজনের ভার ছিল IIT খড়গপুরের উপর। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল এই পরীক্ষায়।
আগামিকাল, ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে কাউন্সেলিং। কাউন্সেলিং প্রক্রিয়া আগের বছরের মতই এই বছরও সম্পূর্ণ অনলাইন হবে। শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in- এ আপডেটগুলি চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কীভাবে জেইই-অ্যাডভান্সডের রেজাল্ট (IT JEE Advanced Result 2021) দেখবেন?
advertisement
১) সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in সাইটে যান।
advertisement
২) 'Quick Links'-এ গিয়ে JEE (Advanced) 2021 Result-তে ক্লিক করুন।
৩) নিজের থেকে নতুন একটি পেজ খুলে যাবে।
৪) এবার এখানে রোল নম্বর, এবং জন্মতারিখ দিয়ে 'Check Result'-তে ক্লিক করুন।
৫) আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
৬) সবার শেষে রেজাল্টের প্রিন্টআউট নিয়ে নিন ভবিষ্যতের জন্য।
JEE অ্যাডভান্সড-এর পরীক্ষা বিশ্বের অন্যতম কঠিন প্রবেশিকা। এর মাধ্যমে IIT-তে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হয়। এছাড়া ন্যাশানাল ইনস্টিটিউট অব টেকনোলজি (NIT)-তেও ভর্তি হতে হয় এই প্রবেশিকার মাধ্যমে।
advertisement
একই সঙ্গে ‘অ্যানসার কি’-ও প্রকাশ করেছে আইআইটি খড়গপুর। জেনে নিন কীভাবে অ্যানসার কি’ দেখবেন...
১) সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in সাইটে যান।
২) 'Quick Links'-এ গিয়ে JEE (Advanced) 2021 Papers-তে ক্লিক করুন।
৩) নতুন পেজ খুলে যাবে, এখানে JEE(Advanced) 2021 Final Answer Keys আছে।
৪) নীচে ‘অ্যানসার কি’ (Paper1 and Paper2 Combined): Physics, Chemistry, Maths আছে। নিজের ইচ্ছে মত এক একটা ক্লিক করে ‘অ্যানসার কি’ দেখে নিন।
Location :
First Published :
October 15, 2021 12:00 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IIT JEE Advanced Result 2021: প্রকাশিত হল রেজাল্ট, দেখুন কীভাবে চেক করবেন ফলাফল