CBSE Class 10 Result 2021: CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ কবে ? জানা যেতে পারে আজ

Last Updated:

কোথায় দেখতে পাবেন রেজাল্ট-

#নয়াদিল্লি: মঙ্গলবার CBSE দশম শ্রেণির ফলপ্রকাশের দিন ঘোষণা করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ তবে এখনও এই বিষয়ে CBSE বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ পরীক্ষার্থীদের CBSE ওয়েবসাইটে নজরে রাখতে বলা হয়েছে ফলপ্রকাশ সংক্রান্ত ঘোষণা জানার জন্য ৷ কিছু সূত্রের তরফে অবশ্য জানানো হয়েছে, আগে থেকে কিছু না জানিয়ে CBSE বোর্ডের তরফে সরাসরি এদিন ওয়েবসাইটে ফলপ্রকাশ করে দেওয়া হবে ৷ পড়ুয়ারা রেজাল্ট সরাসরি ডিজি লকার, UMANG প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, এবং এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন ৷
এদিন CBSE দশম শ্রেণির পড়ুয়াদের cbse.gov.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে রেজাল্টের জন্য ৷ CBSE দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ ৩১ জুলাই ২০২১ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
কোথায় দেখতে পাবেন রেজাল্ট- ফলপ্রকাশের পর পড়ুয়ারা CBSE ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন ৷ এছাড়া ডিজি লকারের মাধ্যমেও জানতে পারবেন ফলাফল ৷ শীঘ্রই ডিজি লকারে দশম শ্রেণির জন্য #Students, #CBSEResults পাওয়া যাবে ৷
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, ২০ জুলাই আজই ফলপ্রকাশ করতে চলেছে সিবিএসই বোর্ড ৷ রিপোর্ট অনুযায়ী, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করার কথা বোর্ডের ৷
cbseresults.nic.in, cbse.nic.in, cbse.gov.in ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা ৷ এছাড়া Digilocker ও UMANG অ্যাপেও রেজাল্ট দেখা যাবে ৷
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CBSE Class 10 Result 2021: CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ কবে ? জানা যেতে পারে আজ
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement