হোম /খবর /শিক্ষা /
CBSE Class 10 Result 2021: CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ কবে ? জানা যেতে পারে আজ

CBSE Class 10 Result 2021: CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ কবে ? জানা যেতে পারে আজ

কোথায় দেখতে পাবেন রেজাল্ট-

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মঙ্গলবার CBSE দশম শ্রেণির ফলপ্রকাশের দিন ঘোষণা করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ তবে এখনও এই বিষয়ে CBSE বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ পরীক্ষার্থীদের CBSE ওয়েবসাইটে নজরে রাখতে বলা হয়েছে ফলপ্রকাশ সংক্রান্ত ঘোষণা জানার জন্য ৷ কিছু সূত্রের তরফে অবশ্য জানানো হয়েছে, আগে থেকে কিছু না জানিয়ে CBSE বোর্ডের তরফে সরাসরি এদিন ওয়েবসাইটে ফলপ্রকাশ করে দেওয়া হবে ৷ পড়ুয়ারা রেজাল্ট সরাসরি ডিজি লকার, UMANG প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, এবং এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন ৷

এদিন CBSE দশম শ্রেণির পড়ুয়াদের cbse.gov.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে রেজাল্টের জন্য ৷ CBSE দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ ৩১ জুলাই ২০২১ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

কোথায় দেখতে পাবেন রেজাল্ট- ফলপ্রকাশের পর পড়ুয়ারা CBSE ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন ৷ এছাড়া ডিজি লকারের মাধ্যমেও জানতে পারবেন ফলাফল ৷ শীঘ্রই ডিজি লকারে দশম শ্রেণির জন্য #Students, #CBSEResults পাওয়া যাবে ৷

সূত্রের খবর অনুযায়ী, ২০ জুলাই আজই ফলপ্রকাশ করতে চলেছে সিবিএসই বোর্ড ৷ রিপোর্ট অনুযায়ী, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করার কথা বোর্ডের ৷

cbseresults.nic.in, cbse.nic.in, cbse.gov.in ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা ৷ এছাড়া Digilocker ও UMANG অ্যাপেও রেজাল্ট দেখা যাবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: CBSE Class 10 Result 2021, CBSE Results Out