Coding Competition: নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য কোডিং প্রতিযোগিতা, বিজয়ীরা পাবেন ৩ লক্ষ টাকা!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Coding Competition for Students of Classes 9 to 12: অংশগ্রহণকারীরা HPE এবং STEM.org থেকে স্বীকৃতি ও শংসাপত্র-সহ ৩ লক্ষ টাকা মূল্যের পুরস্কার জেতার সুযোগ পাবেন৷ HPE প্রযুক্তিবিদদের থেকে তাঁদের পরামর্শও দেওয়া হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য একটি হ্যাকাথন এবং কোডিং প্রতিযোগিতার আয়োজন করেছে কোডিঙ্গল (Coding Competition)।
অংশগ্রহণকারীরা HPE এবং STEM.org থেকে স্বীকৃতি ও শংসাপত্র-সহ ৩ লক্ষ টাকা মূল্যের পুরস্কার জেতার সুযোগ পাবেন৷ HPE প্রযুক্তিবিদদের থেকে তাঁদের পরামর্শও দেওয়া হবে।
বিজয়ীরা বর্তমানে মহাকাশে থাকা একটি এজ কম্পিউটার HPE Spaceborne Computer-2 (SBC-2)-এর সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন। ছয় জন বিজয়ীকে এইচপিই-এর স্পেসবর্ন কম্পিউটার-২ (এসবিসি-২) দ্বারা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) কোড রাইটিং এবং পরীক্ষা চালানোর সুযোগ দেওয়া হবে। প্রতিযোগিতাটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার তারিখ ৯ এপ্রিল, ২০২২। শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন (Coding Competition)।
advertisement
advertisement
ইউক্রেনে বসবাসকারী ভারতীয় ছাত্রদের জন্য এ যেন যুদ্ধ ও শিক্ষার মধ্যবর্তী অবস্থান।
ভারত জুড়ে ৫০০টিরও বেশি স্কুলের ১০,০০০-এরও বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতাটি হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজের সহযোগিতায় করা হচ্ছে এবং এর লক্ষ্য হল শিক্ষার্থীদের কোড শেখার জন্য অনুপ্রাণিত করা ও অংশগ্রহণ করানো। এতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যাগুলির সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন।
advertisement
হ্যাকাথনের জন্য, শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে বা সর্বোচ্চ তিনজন সদস্যের সমন্বয়ে একটি দল হিসেবে অংশগ্রহণ করতে পারেন। CodeBattle-এর জন্য, শিক্ষার্থীদের C, C++, Java, এবং Python-এর মধ্যে যে কোনও প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তিন ঘণ্টার মধ্যে ২৫টি কোডিং-সম্পর্কিত সমস্যা সমাধান করতে হবে।
advertisement
HPE CodeWars হল একটি কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা যা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কোডিং প্রচার করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৮ সাল থেকে শুরু করে, কোডওয়ারগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, তাইওয়ান এবং ভারত সহ একাধিক দেশে বিস্তৃত হয়েছে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
advertisement
কোডিঙ্গলের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিবেক প্রকাশ (Vivek Prakash) বিজ্ঞপ্তিতে বলেছেন, "আমরা CodeWars-এর একটি ভারতীয় সংস্করণ সংগঠিত করার জন্য পর পর দ্বিতীয়বারের মতো HPE-র সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত, একটি সাধারণ লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের কোডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের সামনে থাকা সুযোগগুলিকে উপলব্ধি করানোই আমাদের উদ্দেশ্য। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, ব্লকচেইন ইত্যাদির মতো প্রযুক্তিতে অগ্রগতি এবং ভবিষ্যতের সেরা কিছু কেরিয়ারের সুযোগ পেতে এই প্রযুক্তিগুলির বিকাশ করা দরকার৷ তাই আমরা বিশ্বাস করি যে কম্পিউটার বিজ্ঞানের প্রাথমিক ধারণা প্রত্যেকের জন্য আবশ্যক৷"
view commentsLocation :
First Published :
February 26, 2022 8:53 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Coding Competition: নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য কোডিং প্রতিযোগিতা, বিজয়ীরা পাবেন ৩ লক্ষ টাকা!