Civil Service Training: তৈরি হচ্ছে অফিসারদের নিয়ে ১৫ জনের দল, বিভিন্ন জেলার স্কুল-কলেজে হবে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Civil Service Training: মূলত বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত আইএএস, আইপিএস, ডাব্লুবিসিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররা কর্মরত রয়েছেন, তাঁদের মধ্য থেকে এই ১৫ জনের দল তৈরি করতে হবে।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও বিভিন্ন জেলায় জেলায় সিভিল সার্ভিস এর প্রস্তুতির জন্য কোচিং সেন্টার বা বিভিন্ন জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। তারপর রাজ্য প্রশাসনের তরফে বিভিন্ন কলেজ বা স্কুলে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।
রাজ্য থেকে এবার ৭ জন সিভিল সার্ভিস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। আগামিদিনে রাজ্যের ছাত্র-ছাত্রীদের সিভিল সার্ভিস পরীক্ষায় আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে বিভিন্ন জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে অফিসারদের নিয়ে ১৫ জনের একটি বিশেষ দল বা টিম তৈরি করতে।
advertisement
মূলত বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত আইএএস, আইপিএস, ডাব্লুবিসিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররা কর্মরত রয়েছেন, তাঁদের মধ্য থেকে এই ১৫ জনের দল তৈরি করতে হবে। এই দল মূলত বিভিন্ন স্কুল বা কলেজে গিয়ে সিভিল সার্ভিসের জন্য প্রশিক্ষণ দেবেন এবং ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগাবেন সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে।
advertisement
তবে কোন কলেজ এবং স্কুলগুলিতে এই প্রশিক্ষণ পর্ব এবং দল যাবে, তার জন্য সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের তরফে জানিয়ে দেওয়া হবে জেলাগুলিকে। যদিও নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, শনিবারের মধ্যেই প্রত্যেকটি জেলার ১৫ জনের টিম তৈরি করে তার তালিকা নবান্নে পাঠাতে হবে। নবান্ন সূত্রে খবর এই বিষয় নিয়ে জেলাশাসকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে ওটা কী পড়ে?…..খাবার খেয়ে অসুস্থ ছোট ছোট শিশু, তুমুল শোরগোল
সম্প্রতি সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে সাতজন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যাঁর মধ্যে শিলিগুড়ি থেকে চৈতন্য খেমানি ১৫৮ র্যাঙ্ক করেছেন সিভিল সার্ভিস পরীক্ষায়। পাশাপাশি কলকাতা থেকে ঈশান সিনহা, ঋষভ সিং, ডক্টর আকাঙ্খা ঝা, মোহাম্মদ বুরহান জামান, প্রিয়াঙ্কা মণ্ডল ও সৌরভ দাস তালিকায় রয়েছেন। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেছিলেন। ট্যুইট করে আগামী দিনে যুবদের সিভিল সার্ভিস পরীক্ষায় আরও এগিয়ে আসার আবেদন জানিয়েছিলেন।
advertisement
এ দিনের নবার্ডেন নির্দেশে মনে করা হচ্ছে শুধুমাত্র একটি বা দু’টি জায়গায় নয় বিভিন্ন জেলায় একাধিক জায়গায় সিভিল সার্ভিস প্রস্তুতি দিতে চাইছে রাজ্য। তার জন্যই বিভিন্ন জেলায় জেলায় ১৫ জনের অফিসারদের নিয়ে তৈরি করা বিশেষ টিম একাধিক স্কুল-কলেজে প্রস্তুতি দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ করবেন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 7:30 PM IST