Success Story: চা বাগানবাসীদের চিকিৎসা করতে চান ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সফল সবজি বিক্রেতার ছেলে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: নিট মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছে চা বলয়ের এক যুবক।খুশির হাওয়া চা বাগান এলাকায়।
অনন্যা দে, আলিপুরদুয়ার: নিট বা মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছেন চা বলয়ের এক যুবক।খুশির হাওয়া চা বাগান এলাকায়। শঙ্খজিৎ দাস কালচিনির এক চাবাগানের সবজি বিক্রেতার ছেলে।পড়াশুনোতে ভাল তিনি ছোটবেলা থেকেই।ছেলের পড়াশুনোর প্রতি আগ্রহ দেখে তাঁকে পড়াশুনো ছেড়ে অন্য কাজ করার কথা কখনও বলেননি তার বাবা বিদ্যুৎ দাস।
চা বাগান এলাকায় চিকিৎসকের দেখা মেলে না।শঙ্খজিৎ দেখেছেন দ্রুত চিকিৎসা না পেয়ে এলাকায় অকালেই অনেকে প্রাণ হারিয়েছেন।মনে তাঁর জেদ চেপে বসে চিকিৎসক হওয়ার।
advertisement
সবজি বিক্রেতা হলেও ছেলেকে ভাল স্কুলে পড়িয়েছেন তাঁর বাবা বিদ্যুৎ দাস। তবে নিট ইউজি-র জন্য প্রশিক্ষণ দিতে পারেননি।কারণ প্রশিক্ষকের অভাব।আর দূরে গিয়ে প্রশিক্ষণ দেওয়াও সম্ভব ছিল না। তাই অনলাইনে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মতো পরীক্ষায় বসেন শঙ্খজিৎ।আর তাতেই বাজিমাত।খুব তাড়াতাড়ি বাইরে মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়তে যাবেন শঙ্খজিৎ।ফিরে এসে চা বাগানের বাসিন্দাদের চিকিৎসা করবেন তিনি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2023 6:23 PM IST