Madhyamik 2022|| হাতে আর মাত্র ৭ দিন, এ বারে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বসবেন মাধ্যমিকে

Last Updated:

Record number of students will appear in Madhyamik 2022: আগামী ৭ই মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই একবার বৈঠক করেছেন মুখ্য সচিব।

মাধ্যমিক ২০২২। প্রতীকী ছবি।
মাধ্যমিক ২০২২। প্রতীকী ছবি।
#কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় এ বার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে। অন্তত তেমনটাই খবর মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে। এ বারের পরীক্ষার্থী সংখ্যা সাড়ে ১১ লক্ষ পেরিয়েছে। শুধু তাই নয়, এ বারের ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাই বেশি। পর্ষদ সূত্রের খবর, ছাত্রদের তুলনায় এ বছর ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি গত কয়েক বছরের সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে। পর্ষদ সূত্রের খবর, দীর্ঘ কয়েক বছর ধরেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বাড়ছে মাধ্যমিক পরীক্ষায়। তাই এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। যদিও ছাত্রীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কী তার প্রসঙ্গে বিশেষ কোনও যুক্তি দিতে নারাজ পর্ষদ।
তাই এ বার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। যদিও পরীক্ষা কেন্দ্রগুলিতে নির্দিষ্ট সংখ্যক করেই পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। তার জন্য বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে একপ্রস্থ বৈঠকও করেছেন রাজ্যের মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, ২ মার্চ আরও একদফা নবান্নে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক হবে।
advertisement
আরও পড়ুন: জীবনবিজ্ঞানের 'লাস্ট মিনিট' সাজেশন দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর জীবনবিজ্ঞানের শিক্ষিকা সেঁজুতি মজুমদার
মূলত এই বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিরা সশরীরে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা চলাকালীন সময়ে যাতে প্রশ্নপত্র বেরিয়ে না যায় তার জন্য ইন্টারনেট বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে সিসিটিভি ক্যামেরা লাগানো যায় তা নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে বলেই পর্ষদ সূত্রের খবর। মূলত এই বিষয়গুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই ২ মার্চ বৈঠক হতে চলেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রকাশ হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড ২০২২-এর দিনক্ষণ! দেখুন বিস্তারিত সময়সূচি
অন্যদিকে, এ বার কত সিলেবাসের ওপর মাধ্যমিক পরীক্ষা হবে তা আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই কয়েকটি জেলায় পর্ষদ পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে। বৈঠকে প্রশ্নপত্র খোলা থেকে উত্তরপত্র নেওয়া যাতে শিক্ষকরা সতর্ক থাকেন সেই বিষয় নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কোন স্কুলে কত জন করে শিক্ষক আছে তার তালিকা ও ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছিল পর্ষদ। সেই তালিকা অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠক করেছে, পর্ষদ সূত্রে খবর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022|| হাতে আর মাত্র ৭ দিন, এ বারে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বসবেন মাধ্যমিকে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • শীতের আমেজ রাজ্য জুড়ে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement