BECIL Recruitment 2022|| ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়ায় শীঘ্রই নিয়োগ! আবেদনের শেষ দিন ২৮ জুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
BECIL Recruitment 2021: প্রার্থীদের আগামী ২৮ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের (Broadcast Engineering Consultants India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এআইআইএমএস বিলাসপুরে জুনিয়র লেভেল পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে becil.com গিয়ে খোঁজ নিতে পারেন।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ১২৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
শূন্যপদ | সংখ্যা |
লোয়ার ডিভিশন ক্লার্ক | ১৮ |
লাইব্রেরিয়ান গ্রেড-III | ১ |
স্টেনোগ্রাফার | ৫ |
জুনিয়র ওয়ার্ডেন | ৩ |
স্টোর কিপার | ৮ |
জেই (ইলেকট্রিক্যাল) | ২ |
জেই (এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন) | ১ |
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর | ১ |
যোগাসন প্রশিক্ষক (পুরুষ-১ ও মহিলা-১) | ২ |
এমএসএসও গ্রেড- II | ৩ |
ফার্মাসিস্ট | ৩ |
প্রোগ্রামার | ৩ |
জুনিয়র ফিজিওথেরাপিস্ট | ১ |
অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান | ১ |
এমআরটি | ১০ |
ডেন্টাল টেকনিশিয়ান (মেকানিক) | ৪ |
জুনিয়র অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট | ২ |
মর্চুরি অ্যাটেনডেন্ট | ২ |
টেকনিশিয়ান (ওটি) | ১২ |
আই স্পেশালিস্ট | ১ |
টেকনিশিয়ান (রেডিওলজি) | ৬ |
টেকনিশিয়ান (ল্যাবরেটরি) | ২৩ |
টেকনিশিয়ান (রেডিওথেরাপি) | ২ |
পারফিউজিস্ট | ২ |
টেকনিশিয়ান (রেডিওলজি) | ২ |
টেকনিশিয়ান (ল্যাবরেটরি) | ৩ |
advertisement
আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীর অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (Broadcast Engineering Consultants India Limited) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, টেকনিশিয়ান ও অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ১২৩ |
কাজের স্থান | বিলাসপুর |
কাজের ধরন | চুক্তি ভিত্তিক |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ | ১১.০৬.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৮.০৬.২০২২ |
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে দেখুন...
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৮ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
view commentsLocation :
First Published :
June 15, 2022 9:29 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
BECIL Recruitment 2022|| ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়ায় শীঘ্রই নিয়োগ! আবেদনের শেষ দিন ২৮ জুন