Bangla News: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে প্রথম দেবদত্তা, বাংলার মেধাবী মেয়ে ভবিষ্যতে কী হতে চান জানেন?

Last Updated:

Bangla News: জয়েন্ট এন্ট্রাসে বিরাট বড় সাফল্য বাংলার ভূমিকন্যার, আপ্লুত পরিবার, প্রতিবেশী! ভবিষ্যতে দেবদত্তা কী হতে চান জানেন?

+
দেবদত্তা

দেবদত্তা মাঝি

পুরুলিয়া: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পুরুলিয়ার ভূমিকন্যা দেবদত্তা মাঝি। খুশির জোয়ার জঙ্গলমহলে। দেবদত্তা মাঝির আদি বাড়ি পুরুলিয়ার আড়শা থানার জামবাদ গ্রামে।
তবে বর্তমানে সে বাবা-মায়ের সঙ্গে বর্ধমানের কাটোয়াতে বসবাস করে। তবে রাজ্যজয়ী পুরুলিয়ার ভূমিকন্যার জন্য আনন্দে মেতেছে গোটা জামবাদ গ্রাম। দেবদত্তার এই সাফল্যে খুশি তাঁর পরিবার ও গ্রামবাসীরা।
এ বিষয়ে দেবদত্তা মাঝি বলেন, জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের মধ্যে প্রথম হয়ে তার ভীষণই ভাল লাগছে। তবে সামনেই রয়েছে তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই সে ভীষণই ব্যস্ত উচ্চ মাধ্যমিক নিয়ে। এ বিষয়ে দেবদত্তা মাঝির বাবা জয়ন্ত মাঝি বলেন, মেয়ের সাফল্যে তিনি খুবই খুশি। অষ্টম শ্রেণী থেকেই জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে দেবদত্তা।
advertisement
advertisement
আরও পড়ুন: স্কুলে স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য, স্পেশ্যাল এডুকেটরের শূন্যপদ ১০০! জানুন
সামনেই দেবদত্তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই সে এখন সেই দিকেই কনসেনট্রেট করতে ব্যস্ত রয়েছে। আগামী দিনে দেবদত্তা কী নিয়ে পড়বে সেটা সম্পূর্ণই তাঁর সিদ্ধান্ত। সবেতেই মেয়ের পাশে রয়েছেন তিনি। দেবদত্তার পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, ‘পরিবারের মেয়ের এত বড় সাফল্যের আনন্দে তাঁদের মন ভরে যাচ্ছে।’ ছোটবেলা থেকেই দেবদত্তা পুরুলিয়ার গ্রামের বাড়িতে আসতে পছন্দ করত। গ্ৰামের বিভিন্ন খাবার খেতেও সে পছন্দ করে। তাঁরা চান দেবদত্তা আগামী দিনে আরও বড় হোক।
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? তালিকায় বাংলার কোন কলেজ? তালিকা দিল NIRF
মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আর তাতেই দেখা যায় সারা ভারতবর্ষের মধ্যে ১৫ তম স্থান ও রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে দেবদত্তা মাঝি। ইতিপূর্বে দু’বছর আগেও মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছিল সে। ‌আগামীতে রয়েছে তাঁর উচ্চ মাধ্যমিক সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্য।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bangla News: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে প্রথম দেবদত্তা, বাংলার মেধাবী মেয়ে ভবিষ্যতে কী হতে চান জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement