Success Story: সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার থেকে আইআরএস অফিসার! সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়ে ইউপিএসসি পরীক্ষায় সফল তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: তিনি এগোচ্ছিলেন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আজ তিনি রাজস্ব বিভাগের দক্ষ অফিসার
ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস-এর অফিসার আরুষি শর্মা সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেন এই আইআরএস আধিকারিক। অথচ জীবনের একটা পর্ব পর্যন্ত তাঁর পথ চলা বয়ে চলেছিল সম্পূর্ণ অন্য খাতে। তিনি এগোচ্ছিলেন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আজ তিনি রাজস্ব বিভাগের দক্ষ অফিসার।
মুক্তমনা পরিবারের মেয়ে আরুষি হাইস্কুল পরীক্ষা পাশ করার পর পড়াশোনা করছিলেন বিজ্ঞান শাখায়। বরাবরই তিনি মেধাবী। ভালবাসেন পড়াশোনা করতে। গোয়ার নামী প্রতিষ্ঠান ‘বিআইটিএস পিলানি’-তে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তিনি৷
কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই নতুন স্বপ্ন বাসা বাঁধে আরুষির চোখে ৷ ঠিক করেন তিনি ইঞ্জিনিয়ারিং-এর চাকরি না করে দক্ষ প্রশাসক হবেন৷ কলেজের সেরা পড়ুয়াদের মধ্যে প্রথম সারিতে থেকেও ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য আগ্রহী ছিলেন না তিনি৷ পরিবর্তে ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন৷
advertisement
advertisement
প্রস্তুতি নিতে আরুষি পৌঁছন দিল্লিতে৷ ভর্তি হন প্রশিক্ষণ কেন্দ্রে৷ সে সময় প্রস্তুতিপর্বে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেন সোশ্যাল মিডিয়া থেকে৷ ২০২১ সালে তিনি উত্তীর্ণ হন ইউপিএসসি সিএসই পরীক্ষায়৷ কিন্তু মেধাতালিকায় নীচের দিকে স্থান তাঁর পছন্দ হয়নি৷ তিনি সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস বা আইআইএস-এ৷ তবে এই পদ ও চাকরি তাঁর পছন্দ ছিল না৷ পরের বছর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন৷
advertisement
কঠোর পরিশ্রমের ফল পেলেন আরুষি৷ এ বার সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান হল ৪০২ নম্বরে৷ অবসর সময়ে বই পড়েন৷ অনুপ্রেরণাদায়ী বই পড়তে ভালবাসেন৷ সংবাদপত্র পড়ে সাম্প্রতিক ঘটনা সম্বন্ধে নিজেকে ওয়াকিবহাল রাখেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 8:49 PM IST