রাজ্য জয়েন্টের ফল বেরোনোর পর কবে থেকে শুরু কাউন্সেলিং? দিনক্ষণ প্রকাশ করল বোর্ড

Last Updated:

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

কবে থেকে কাউন্সেলিং?
কবে থেকে কাউন্সেলিং?
কলকাতা: ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
জয়েন্টের ফলপ্রকাশের পর এবার কাউন্সেলিং নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল। বিজ্ঞপ্তি জারি জয়েন্ট বোর্ডের।
১১ সেপ্টেম্বরের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে ২৭ অগাস্ট থেকে। প্রথম দফায় কে কোন কলেজে সুযোগ পেল তার তালিকা প্রকাশ আগামী ৩ সেপ্টেম্বর।
advertisement
দ্বিতীয় দফায়, ৯ সেপ্টেম্বর কে কোন কলেজে সুযোগ পেল তার মেধাতালিকা প্রকাশ করবে জয়েন্ট বোর্ড। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল জয়েন্ট বোর্ড।
advertisement
প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর প্রকাশিত হয় জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল ও মেধা তালিকা। নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করে দেওয়া হয়।
শুক্রবার সুপ্রিম কোর্টে কাটে জয়েন্টের জট। জয়েন্টে কাটে ওবিসি জট। সুপ্রিম নির্দেশে ফলপ্রকাশে আর বাধা নয়। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।
ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিক‍্যাল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। তারপরেই প্রকাশিত জয়েন্টের ফলাফল। সাম্প্রতিক কালে এত দেরিতে ফলপ্রকাশ হয়নি কখনও। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাসেরও বেশি সময় অতিক্রান্ত। রেজাল্ট কবে বেরোবে সেই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কয়েকজন অভিভাবক। এবারের মেধাতালিকায় প্রথম তিনে রয়েছেন, প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী, ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস। দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, তৃতীয় দিশান্ত বসু, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
রাজ্য জয়েন্টের ফল বেরোনোর পর কবে থেকে শুরু কাউন্সেলিং? দিনক্ষণ প্রকাশ করল বোর্ড
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement