BTech Student: এই ইনস্টিটিউটের BTech-এর ছাত্রী বার্ষিক ৮৫ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছেন! জানলে অবাক হবেন

Last Updated:

অনেকেই মনে করেন IIT এবং IIM -এর মতো প্রতিষ্ঠানগুলি BTech ও MBA-এর মতো কোর্স করা জন্য আদর্শ। এই প্রচলিত বিশ্বাসকে নিজের কাজ দিয়ে ভুল প্রমান করলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি নয়া রায়পুরের (আইআইআইটি-এনআর) BTech-এর ছাত্রী রাশি বগ্গা।

অনেকেই মনে করেন IIT এবং IIM-এর মতো প্রতিষ্ঠানগুলি BTech ও MBA-এর মতো কোর্স করা জন্য আদর্শ। এই প্রচলিত বিশ্বাসকে নিজের কাজ দিয়ে ভুল প্রমান করলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি নয়া রায়পুরের (আইআইআইটি-এনআর) BTech-এর ছাত্রী রাশি বগ্গা। তিনি IIT বা IIM-এ না পড়েও ৮৫ লাখ টাকার চাকরি পেলেন! ২০২৩ সালে IIIT-NR পড়ুয়াদের দেওয়া সর্বোচ্চ প্যাকেজ হিসাবে একটি নতুন রেকর্ড করলেন৷ মজার বিষয় হল, এর আগে অন্য একটি কোম্পানির কাছ থেকে লাভজনক অফার পাওয়া সত্ত্বেও, রাশি আরও ভাল সুযোগের অপেক্ষায় ছিলেন।
এই বছর IIIT-NR-এর স্নাতক স্তরের ১০০ শতাংশ ছাত্র-ছাত্রীই চাকরি পেয়েছ। উল্লেখযোগ্যভাবে, আগের ব্যাচের একজন শিক্ষার্থীকে বার্ষিক ৫৭ লাখ টাকার একটি চাকরি পেয়েছেন।
advertisement
একটি বহুজাতিক সংস্থায় IIIT-NR-এর আরও এক ছাত্র যোগেশ কুমার সফ্টওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদের ৫৬ লক্ষ টাকার চাকরির পেয়েছে। IIIT-NR অনুসারে, এই বছর প্লেসমেন্টের জন্য গড় CTC দাঁড়িয়েছে ১৬.৫ লক্ষ এবং গড় CTC প্রতি বছর ১৩.৬ লক্ষ টাকায় দাঁড়িয়েছে।
advertisement
২০২০ সালে, IIIT-NR-এর আরও এক ছাত্র রবি কুশাশ্বও একটি বহুজাতিক কোম্পানি থেকে বার্ষিক ১ কোটি টাকার বেতনের চাকরির অফার পেয়েছিল। কিন্তু কোভিড মহামারীর জন্য তিনি এই কাজে যোগ করতে পারেননি।
advertisement
সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, DevOps, গুণমান নিশ্চিতকরণ, ডেটা বিশ্লেষণ, পরামর্শ, ব্যবসা বিশ্লেষণ এবং আরও অনেক কিছুতে বহু শিক্ষার্থী এই প্রতিষ্ঠান ট থেকে বিভিন্ন কাজের সুযোগ দেওয়া পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
BTech Student: এই ইনস্টিটিউটের BTech-এর ছাত্রী বার্ষিক ৮৫ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছেন! জানলে অবাক হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement