কড়া নিরাপত্তায় মেদিনীপুরের পরীক্ষাকেন্দ্রে! ৩৫ কেন্দ্রে নজরদারি, থাকছে ক্যুইক রেসপন্স টিম

Last Updated:

পরীক্ষার জন্য পূর্ব মেদিনীপুরে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মোট ৩৫টি।

News18
News18
মেদিনীপুর : মেদিনীপুর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। সকাল থেকেই কড়া পুলিশি প্রহরায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা। যদিও এখনও পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হয়নি। পরীক্ষাকেন্দ্রের বাইরেই অপেক্ষায় পরীক্ষার্থীরা। পরীক্ষার জন্য পূর্ব মেদিনীপুরে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মোট ৩৫টি।
যার মধ্যে-
তমলুক মহকুমায় ১৬টি
কাঁথিতে ৯টি
advertisement
এগরায় ৫টি
হলদিয়ায় ৫টি
পরীক্ষা দিতে চলেছেন মোট ৪০ হাজার ৪০০ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে আজ রবিবার পরীক্ষা দেবেন ২১ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী এবং আগামী ১৪ তারিখ পরীক্ষা দেবেন ১৯ হাজার ১৪৫ জন। আজকের পরীক্ষার জন্য জেলায় নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। মোতায়েন থাকছে ৭০০ থেকে ৮০০ পুলিশ। বড় সংখ্যক ইন্সপেক্টর পদ মর্যাদার আধিকারিকরা থাকছেন। পরীক্ষা চলাকালীন এবং আগে-পরে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি থাকছে। সবদিকে লক্ষ্য রাখছেন ম্যাজিস্ট্রেটরা।
advertisement
নজর রাখা হয়েছে যানজট নিয়ন্ত্রণের ওপরও। খবর গিয়েছে, আরটিও-গুলিতেও।
সর্বক্ষণ তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম। কোনও দাগি যেন পরীক্ষা না দিতে পারে। সে কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নাম যাচাইয়ের ওপর কড়া নজরদারি থাকছেই। দেখা হবে সচিত্র পরিচয়পত্র ও এডমিট কার্ড।
advertisement
এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
কড়া নিরাপত্তায় মেদিনীপুরের পরীক্ষাকেন্দ্রে! ৩৫ কেন্দ্রে নজরদারি, থাকছে ক্যুইক রেসপন্স টিম
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement