Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গুরুতর জখম ১০ মাধ্যমিক পরীক্ষার্থী
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Road Accident: মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১০ জন মাধ্যমিক পরীক্ষার্থী- সহ দুই অভিভাবক।
দক্ষিণ ২৪ পরগনা: মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ১০ জন মাধ্যমিক পরীক্ষার্থী-সহ দুই অভিভাবক।
শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী মোড় এলাকায়। জখম সকলেই ক্যানিং ইটখোলা রাজনারায়ণ হাই স্কুলের ছাত্র-ছাত্রী। আহতদের মধ্যে দুই ছাত্র এবং এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে ওই তিনজনকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনটি অটো ও একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাটি ঘটেছে।
advertisement
স্থানীয় সূত্র বলছে, ওই পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার পরে নিজেদের অটোতে করে বাড়ি ফিরছিল, সেই সময় হঠাৎ একটি মারুতি প্রাইভেট গাড়ি, তাদের অটোতে সজোরে এসে ধাক্কা মারে। এর জেরে পরীক্ষার্থীরা গুরুতর জখম হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2024 6:19 PM IST








