‘দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?’ এটিএমে নোটের খরায় প্রশ্ন মমতার
Last Updated:
‘দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?’ এটিএমে নোটের খরায় প্রশ্ন মমতার
#কলকাতা: ফিরল প্রায় বছর দুয়েক আগের নোটবন্দির স্মৃতি, দেশ জুড়ে এটিএমে নোটের খরা। এমন পরিস্থিতি নিয়ে ট্যুইটারে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশ্ন তুললেন দেশে কি আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়েছে নাহলে নগদের এমন আকাল কেন?
দেশের একাধিক জায়গায় বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে মিলছে না নোট। অনেক জায়গায় বন্ধ এটিএম । যেখানে খোলা, সেখানে টাকা নেই, ঝুলছে নো ক্যাশ বোর্ড । দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, বারাণসী, ভোপাল, হায়দরাবাদ-সহ বেশির ভাগ শহরে এক ছবি। কলকাতা সহ পশ্চিমবঙ্গে এখনও এরকম সমস্যায় না পড়লেও দেশের অধিকাংশ রাজ্যেই নোটের আকাল ৷
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটারে নিজের ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘একাধিক রাজ্যে এটিএমে টাকা নেই ৷ নোটবন্দির দিনগুলি মনে পড়ছে ৷ এটিএমে বড় নোট মিলছে না ৷ দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?’
Seeing reports of ATMs running out of cash in several States. Big notes missing. Reminder of #DeMonetisation days. Is there a Financial Emergency going on in the country? #CashCrunch #CashlessATMs
— Mamata Banerjee (@MamataOfficial) April 17, 2018
advertisement
Location :
First Published :
April 17, 2018 1:06 PM IST