Dakshin Dinajpur News: বালুরঘাট জেলা হাসপাতালের মুকুটের নতুন পালক, গড়ে উঠছে পৃথক সিসিইউ ব্লক

Last Updated:

অন্যান্য হাসপাতলে সিসিইউ ইউনিট থাকে। কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষ সঙ্কটকালীন সময়ে যাতে সেরা চিকিৎসা পরিষেবা পান তার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পুরোপুরি পৃথক সিসিইউ ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

+
title=

দক্ষিণ দিনাজপুর: তিনদিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নানান সময় বহু অভিযোগ উঠেছে। বর্তমানে প্রশাসন অবশ্য সমস্ত অভিযোগ পিছনে ফেলে জেলার মানুষের কাছে আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তৎপর। সেই লক্ষ্যেই বালুরঘাট জেলা হাসপাতালে আলাদা করে তৈরি হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক বা সিসিইউ ব্লক।
অন্যান্য হাসপাতলে সিসিইউ ইউনিট থাকে। কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষ সঙ্কটকালীন সময়ে যাতে সেরা চিকিৎসা পরিষেবা পান তার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পুরোপুরি পৃথক সিসিইউ ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মোট ৫০ টি শয্যা থাকছে। সিসিইউ ব্লকটি হবে পাঁচতলা বিশিষ্ট। হাসপাতালের সুপারের অফিস সংলগ্ন অংশে ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। খুব দ্রুত এই কাজ শেষ হবে বলে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান।
advertisement
advertisement
এতদিন হাসপাতালে সীমিত সাধারণ সিসিইউ বেড থাকলেও এখন নতুন করে উন্নতমানের আলাদা সিসিইউ ব্লক তৈরি হবে। এই সিসিইউ ব্লক তৈরি হলে জেলাতেই মুমূর্ষু রোগীরা উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। বালুরঘাট জেলা হাসপাতালে প্রথমে মাত্র ৮ টি হাইব্রিড সিসিইউ বেড ছিল। পর্যাপ্ত বেডের অভাবে গুরুতর অসুস্থ রোগীরা চরম সমস্যায় পড়তেন। সম্প্রতি তা বাড়িয়ে ২৪ টি করা হয়েছে। তবে এবারে আলাদা করে অত্যাধুনিক সিসিইউ ব্লক তৈরির কাজ শুরু হল। এখানে অত্যাধুনিক যন্ত্রাংশ ও উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা থাকবে। আলাদা চিকিৎসক‌ও থাকবূন। মোট ১৮ কোটি টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: বালুরঘাট জেলা হাসপাতালের মুকুটের নতুন পালক, গড়ে উঠছে পৃথক সিসিইউ ব্লক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement