Panchayat Elections 2023: শাসক দল না বিরোধী? কাকে চাইছে নতুন প্রজন্ম? ২০ হাজার নতুন ভোটারের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলি

Last Updated:

Panchayat Elections 2023: দক্ষিণ দিনাজপুরে নেই শিল্প, নেই কর্মসংস্থান বা ভাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। যার ফলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নানা ক্ষেত্রে সমস্যায় পড়ে। সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই পঞ্চায়েতে লড়াই শুরু বিরোধীদের।

+
দক্ষিণ

দক্ষিণ দিনাজপুরের নতুন ভোটাররা

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলায় এবারের পঞ্চায়েত ভোটে নজর কাড়ছে নতুন প্রজন্মের ভোট ব্যাঙ্ক। জেলায় নতুন প্রজন্মের ভোটারের সংখ্যা প্রায় ২০ হাজার। সকলের বয়সই ২০ বছরের নীচে। যার সিংহভাগই এবার প্রথম ভোট দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যার ফলে এই বিপুল পরিমাণ যুব ভোটারদের কাছে টানতে মরিয়া সব রাজনৈতিক দল।
তৃণমূলের তরফে নতুন প্রজন্মের কাছে কন্যাশ্রী, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্প তুলে ধরা হচ্ছে। বিজেপি আবার সম্প্রতি চাকরি চুরি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকে ইস্যু করে প্রচারে নেমেছে। অন্যদিকে বামেরা অবশ্য রাজ্য, কেন্দ্র দুই সরকারের চাকরি দিতে না পারা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-সহ নানা ইস্যুকে সামনে রেখে গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছে।
এবিষয়ে এক নতুন ভোটার বলেন, ‘‘এছর প্রথম ভোট দেব। তাই খুব উৎসাহী। যারা সমাজের জন্য ভাল কাজ করতে পারবে বা ভাল কাজ করেছে, তাদের পক্ষেই ভোট দেব।’’
advertisement
advertisement
জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এবারের পঞ্চায়েতে জেলায় মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৫৭ হাজার ৭১৭ জন। তার মধ্যে ২০ বছরের নীচে রয়েছে ২০ হাজার ৫৩৪ জন। যার ফলে নতুন প্রজন্মের দিকে তাকিয়ে সব দল।
দক্ষিণ দিনাজপুরে নেই শিল্প, নেই কর্মসংস্থান বা ভাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। যার ফলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নানা ক্ষেত্রে সমস্যায় পড়ে। সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই পঞ্চায়েতে লড়াই শুরু বিরোধীদের।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Panchayat Elections 2023: শাসক দল না বিরোধী? কাকে চাইছে নতুন প্রজন্ম? ২০ হাজার নতুন ভোটারের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement