South Dinajpur News: ফের বন্ধ অতিথি অধ্যাপকদের বেতন! উত্তাল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
অতিথি অধ্যাপকদের বেতন বন্ধ। প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যলয়ে চরম অচলাবস্থা। আন্দোলনে অধ্যাপকরা।
দক্ষিণ দিনাজপুর: ফের বেতন সমস্যায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা। রেজিস্ট্রারের মতামত না মেলায় ফের বন্ধ হল অধ্যাপকদের বেতন। এনিয়ে ফের উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযোগ, ভারপ্রাপ্ত নতুন রেজিস্ট্রার আসার পর থেকেই বেতনের বিলে সই করছেন না। ফলে ফের মাস দুই বেতন আটকে গিয়েছে।
জুলাই মাসে এনিয়ে আন্দোলন করার পরেই রেজিস্ট্রারকে এড়িয়ে উপাচার্য বিশেষ ক্ষমতাবলে অতিথি অধ্যাপকদের বকেয়া বেতন মিটিয়ে দিয়েছিল। কিন্তু এবারও রেজিস্ট্রার বিলে সই না করায় ফের একই সমস্যার সম্মুখীন হয়েছে অধ্যাপকরা। এদিন দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে অধ্যাপকরা তাদের দাবি দাওয়া জানালেও সমস্যার সমাধান হয়নি।
advertisement
advertisement
রেজিস্ট্রার সই না করলে তিনি বেতন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন উপাচার্য। আর এতেই সংকট বাড়ছে বিশ্ববিদ্যালয়ে। সমাধান কোন পথে, জানা নেই কারোরই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ১৮ জন অতিথি অধ্যাপক রয়েছে। অতিথি অধ্যাপকদের অভিযোগ, রেজিস্ট্রার আসেই না বিশ্ববিদ্যালয়ে। এমনকি বিশ্ববিদ্যালয়ের কোন কাজেই সহায়তা করেন না। তাই বেতনের সদুত্তর না পাওয়ায় ক্রমাগত আন্দোলনে নামতে চলেছেন অধ্যাপকরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: ফের বন্ধ অতিথি অধ্যাপকদের বেতন! উত্তাল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস!
