মা কালীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য! ইরানী লেখকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
নাভাবি একজন শিল্পী। পাশাপাশি তিনি কানাডার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ' Atheist Republic'-এর প্রতিষ্ঠাতা।
#কলকাতা: ভগবানের প্রতি আস্তিক মানুষের বিশ্বাস প্রশ্নাতীত। হিন্দু দেব-দেবীদের প্রত্যেককেই কোনও না কোনও শক্তির সঙ্গে তুলনা করা হয়। যেমন মা দুর্গাকে শক্তির দেবী হিসেবে আরাধনা করা হয়, মা লক্ষ্মীকে সম্পদ বা সরস্বতীকে বিদ্যার দেবী রূপে। ঠিক তেমনই মা কালীর আরাধনা করা হয় করালদ্রংষ্টা হিসেবে, ধ্বংসের দেবী রূপে।
কিন্তু কালীর এই রূপ মানতে নারাজ এক ইরানীয়-কানাডাবাসী লেখক। আরমিন নাভাবি নামে ওই লেখক এবারে শক্তিরুপে পূজিতা দেবীকেই উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের পরই নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়া, অনেকেই তাঁর ট্যুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়ারও দাবি জানিয়েছেন। তাঁকে কড়া ভাষায় ধিক্কার জানিয়েছেন ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্য।
advertisement
নাভাবি একজন শিল্পী। পাশাপাশি তিনি কানাডার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ' Atheist Republic'-এর প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার অশ্লীল মন্তব্যটি করেন নাভাবি। তাঁর কুরুচিকর এই মন্তব্য ভাইরাল হতেই খেপে ওঠেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। লেখক একেবারে হাল্কা বা মজার ছলে কথাগুলি লিখেছেন দাবি করলে, ভিএইচপি-র সদস্যরা তা মোটেই হাল্কা ভাবে নিতে নারাজ। তাঁরা লেখকের বিরূপ মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
advertisement
Location :
First Published :
September 06, 2020 12:11 AM IST