৭ মাসের দুধের শিশু ধর্ষণে ২২ দিনেই অপরাধীকে মৃত্যুদণ্ড আদালতের

Last Updated:

রাজস্থানের লক্ষ্মণগড়ে সাত মাসের দুধের শিশুকে অপরহরণ করে ধর্ষণ করার অপরাধে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে অলবরের বিশেষ আদালত

#জয়পুর: রাজস্থানের লক্ষ্মণগড়ে সাত মাসের দুধের শিশুকে অপরহরণ করে ধর্ষণ করার অপরাধে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে অলবরের বিশেষ আদালত ৷ প্রধান অভিযুক্তকে তার জঘন্য ও ঘৃণ্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে আদালত ৷ প্রধান বিচারপতি জগেন্দ্র আগরওয়ালের নেতৃত্বে বিচারপতির ডিভিশনাল বেঞ্চ মাত্র ২২ টি শুনানির মধ্যে এই রায় দিয়েছেন ৷ শিশুর প্রতি য্যন নিগ্রহ, নাবালিকা তথা শিশু ধর্ষণ সহ একাধিক ধারায় অভিযুক্ত ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে এই রায় উঠে এসেছে ৷ তাই অপরাধী অপরাধ করার ২২ দিনের মধ্যে শাস্তি পেয়েছে ৷
কয়েক মাস আগে পকসো আইনের অন্তর্গত ১২ মাস বছরের শিশুর প্রতি যৌন নির্যাতনের সর্বোচ্চ অপরাধ হিসাবে মৃত্যুর সাজা আইন প্রণয়ন করেছে ৷ এই ধরনের সিদ্ধান্ত রাজস্থানে প্রথম এবং সারা দেশে দ্বিতীয় ৷ এত দ্রুত সাজা আগে কখনও হয়নি ৷ এর আগে মধ্যপ্রদেশেও এমন ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজনকে ৷ ভারতীয় সংবিধানের ৩৬৩, ৩৬৬, ৩৭৬ এ বি ৫ও ৬ পকসো আইনের অন্তর্গত শাস্তি দেওয়া হয়েছিল ৷
advertisement
গত ১০ মে লক্ষ্মণগড় এলাকায় ১৯ বছর বয়সী এক যুবক সাত মাসের একটি দুধের শিশুকে অপহরণ করে ধর্ষণ করেছিল ৷ ঘটনা প্রকাশ্যে আসতে উত্তেজিত জনতা গণপ্রহারও করেছিল ৷ পরে পুলিশ গ্রেফতার করেছে দোষীকে ৷ তবে এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি কিছুটা হলেও অপরাধীদের এই ধরনের ঘৃন্য অপরাধ থেকে বিরত থাকবে ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/ক্রাইম/
৭ মাসের দুধের শিশু ধর্ষণে ২২ দিনেই অপরাধীকে মৃত্যুদণ্ড আদালতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement