গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত গ্রেফতার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সাংবাদিক খুনের ষড়যন্ত্রে থাকা অন্যতম অভিযুক্তকে ঝাড়খন্ডের ধানবাদ জেলার কাতরা থেকে গ্রেফতার করা হয়
#নয়াদিল্লি: ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর নিজের বেঙ্গালুরুর বাড়িতেই খুন হয়েছিল সাংবাদিক গৌরী লঙ্কেশ ৷ তাঁর মৃত্যুর তদন্ত করতে যে SIT তৈরি হয়েছিল, তারা একটি বড়সড় সাফল্য পেল ৷ খুনের যড়যন্ত্রকারী অন্যতম মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিট ৷ যিনি গ্রেফতার হয়েছেন তাঁর নাম রুষিকেশ দেবদিকার মুরলী ৷
ঔরঙ্গাবাদের বাসিন্দা সাংবাদিক হত্যার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশীদার ছিলেন ৷ ঝাড়খন্ডের ধানবাদ জেলার কাতরা থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ আরও সূত্রের জন্য তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে ৷ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন এই অভিযুক্ত ৷ এখনও অবধি এই হত্যার ঘটনার তদন্তে নেমে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম ১৬ জনকে গ্রেফতার করেছে ৷ মুরলীকে গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হয় ৷ ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর গুলি করে হত্যা করা হয়েছিল গৌরী লঙ্কেশকে ৷
advertisement
The SIT team probing Journalist Gauri Lankesh murder case, arrested absconding accused Rushikesh Devdikar yesterday. He was arrested from Dhanbad district of Jharkhand. pic.twitter.com/WCIfT6JfPq
— ANI (@ANI) January 10, 2020
advertisement
এই ঘটনায় অভিযুক্ত আর দুই বড় চাঁইয়ের খোঁজ এখনও চলছে ৷ এদের যোগাযোগ পাওয়া গেছে সনাতন সংস্থা ও হিন্দু জনজাগৃতি সমিতির সঙ্গে ৷
advertisement
আরও দেখুন
Location :
First Published :
January 10, 2020 9:22 AM IST