#নয়াদিল্লি: দারিদ্র ও অপুষ্টিতে রিকেটের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছিল ৬ বছরের মেয়ের শরীরে । তান্ত্রিকের পরামর্শে তাই একরত্তি মেয়েকে খুন করে বাড়িতেই পুঁতে দিল বাবা, মা । ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে ।
প্রতিবেশীদের অভিযোগে গত ৪ জুন ওই দম্পতির বাড়ি পৌঁছয় পুলিশ । মেঝে খুঁড়ে উদ্ধার করা হয় তারা নামে শিশুটির দেহ । তারার ঠাকুমা জানান, অপুষ্টিতে ভুগছিল নাতনি । অনেক ওষুধেও কাজ হয়নি । ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল সে ।
আরও পড়ুন: বাবা-মা সেলফি-তে মত্ত, লেকের জলে তলিয়ে গেল ৩ বছরের মেয়ে
ময়নাতদন্তে জানা গিয়েছে ভিটামিন ডি-র অভাবে ভয়াবহ মাত্রার রিকেটে আক্রান্ত হয়েছিল তারা । গলায় ফাঁস লাগিয়ে দমবন্ধ করে মারা হয়েছে তাকে । তারার বাবা, মাকে গ্রেফতার করেছে মোরাদাবাদ থানার পুলিশ ।
কিন্তু কেন নিজের সন্তানের সঙ্গে এমনটা করলেন তারা ? দ্বিতীয় সন্তান সুস্থ হওয়ার আশায় তান্ত্রিকের কথায় এমন ভয়ঙ্কর কাজ করেছেন ওই দম্পতি ।