মনুয়া মামলার রায়: প্রেমিক অজিতের সঙ্গে যাবজ্জীবন সাজা মনুয়ারও

Last Updated:

২০১৭-এর ২ মে হৃদয়পুরে নিজের বাড়িতে খুন হন ভ্রমণ সংস্থার কর্মী অনুপম সিংহ৷ স্ত্রী মনুয়ার চক্রান্তে খুন হন স্বামী অনুপম৷

#কলকাতা: ঘোষণা হল অনুপম সিংহ হত্যা মামলার রায়৷ দোষী মনুয়া মজুমদার ও অজিত রায়কে
যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনাল বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট৷বৃহস্পতিবারই মনুয়া ও অজিতকে দোষী সব্যস্ত করে আদালত৷
২০১৭-এর ২ মে হৃদয়পুরে  নিজের বাড়িতে খুন হন ভ্রমণ সংস্থার কর্মী অনুপম সিংহ৷ স্ত্রী মনুয়ার চক্রান্তে খুন হন স্বামী অনুপম৷ খুন করেন মনুয়ার প্রেমিক অজিত রায়৷ খুনের ১৩ দিন পর গ্রেফতার করা হয় দুজনকে৷ ঘটনার ২৬ মাস পর সাজা ঘোষণা আদালতের৷ যদিও দুজনেরই ফাঁসির দাবি জানিয়েছিল অনুপমের পরিবার৷
advertisement
advertisement
৩ মে হৃদয়পুরের সিংহ ভিলার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অনুপমের দেহ। পুলিশি তদন্তে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে মনুয়া ও তাঁর প্রাক্তন প্রেমিক অজিতের নাম। গ্রেফতার করা হয় দুজনকেই। ছাত্রজীবনে অজিতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মনুয়ার। বিয়ে পর্যন্ত অবশ্য গড়ায়নি সেই সম্পর্ক।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
মনুয়া মামলার রায়: প্রেমিক অজিতের সঙ্গে যাবজ্জীবন সাজা মনুয়ারও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement