Rampurhat Murder: দিদিকে ডিভোর্স না দেওয়ায় রাগ, জামাইবাবুকে তরোয়ালের কোপ মেরে খুন করল শ্য়ালক

Last Updated:

গতকাল রাতে নিশ্চিন্তপুর এলাকায় নিজের মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ কর্মকার। সেই সময় তাঁর শ্য়ালক বিশাল ৫-৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে এসে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#অক্ষয় ধীবর, রামপুরহাট: দিদিকে ডিভোর্স না দেওয়ায় জামাইবাবুকে গলায় তরোয়ালের কোপ মেরে খুন করলো শ্য়ালক। শুক্রবার রাতে চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ কর্মকার। হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্য়ু হয়।
শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই এক ব্য়ক্তির আর্তনাদ শুনে রাস্তায় বেরিয়ে আসেন রামপুরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছিল রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশাল মালের দিদির। কিন্তু বিয়ের পর থেকেই দু' জনের মধ্য়ে বিবাদ শুরু হয়। বিশালের দিদি কৃষ্ণ কর্মকারের থেকে ডিভোর্স চাইছিলেন। কিন্তু তাতে রাজি হননি কৃষ্ণ। এই নিয়েই কৃষ্ণর সঙ্গে শ্বশুরবাড়ির বিবাদ শুরু হয়।
advertisement
advertisement
গতকাল রাতে নিশ্চিন্তপুর এলাকায় নিজের মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ কর্মকার। সেই সময় তাঁর শ্য়ালক বিশাল ৫-৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে এসে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয়। কৃষ্ণ কিছু বুঝে ওঠার আগেই তার গলায় তরোয়ালের কোপ মারে বিশাল। কৃষ্ণর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত বিশালকে ধরে ফেলেন।
advertisement
রক্তাক্ত অবস্থায় কৃষ্ণকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Rampurhat Murder: দিদিকে ডিভোর্স না দেওয়ায় রাগ, জামাইবাবুকে তরোয়ালের কোপ মেরে খুন করল শ্য়ালক
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement