Viral Video: চলছিল LIVE নিউজ, পিছন থেকে এসে মহিলা সাংবাদিকের নিতম্বে হাত যুবকের! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্পেনের মাদ্রিদের মতো শহরে এমন ঘটনায় চমকে উঠেছে সকলে৷ তরুণীর প্রতি এই অশ্লীলতা ধরা পড়ল লাইভ নিউজে৷
মাদ্রিদ: চলছিল LIVE নিউজ৷ স্টুডিওতে বসে অ্যাঙ্কার, আর অন স্পট মহিলা রিপোর্টার রাখছিলেন তাঁর বক্তব্য৷ খবর সম্প্রচার হচ্ছিল৷ হঠাৎ চোখে পড়ল এক অদ্ভূত কাণ্ড! পিছন থেকে এক পুরুষ এসে মহিলা রিপোর্টারের নিতম্বে চাটি মেরে চলে যায়! সকলের চোখে পড় ঘটনা৷ তবে কোনও ভাবে বিচলিত না হওয়ার মরিয়া চেষ্টা করেন মহিলা সাংবাদিক৷ সামান্য মুখের অভিব্যাক্তির মধ্যে দিয়েই প্রকাশ করেন বিরক্তি৷ তবে তাঁকে থামান নিউজ অ্যাঙ্কার৷ কারণ গোটা ঘটনা খুবই অশ্লীল ছিল৷ যা কারও নজর এড়ায়নি৷
আরও পড়ুন Stamina increase: শরীরে আসবে অফুরন্ত এনার্জি, থাকবেন রোগমুক্ত, পাতে থাকুক এই ড্রাই ফ্রুট
স্পেনের মাদ্রিদের মতো শহরে এমন ঘটনায় চমকে উঠেছে সকলে৷ তরুণীর প্রতি এই অশ্লীলতা ধরা পড়ল লাইভ নিউজে৷ সঙ্গে সঙ্গে অ্যাঙ্কারের কথায় অভিযুক্তের দিকে ক্যামেরা তাক করা হয়৷ সাংবাদিকও তাকে উল্টে প্রশ্ন করেন৷ কিন্তু সেই ব্যক্তি যেন নির্বিকার৷ হেসে হেসে কথা বলে এবং শেষে আবারও মহিলা সাংবাদিকের মাথার চুলে হাত দেয়৷ পুরো ভিডিওটি ভাইরাল হয়েছে নিমেষে৷
advertisement
Spagna: Isa Balado molestata in diretta tv. Il conduttore ferma la diretta e dà il video alla polizia che arresta il molestatore
Italia: Greta Beccaglia molestata in diretta tv. Il conduttore “non te la prendere, si cresce anche attraverso queste esperienze”#Spagna #13settembre pic.twitter.com/mUQUVqvcy5— Sirio (@siriomerenda) September 13, 2023
advertisement
advertisement
বেপরোয়া এই যুবককে গ্রফতার করেছে পুলিশ৷ বিশ্বের প্রথম সারিরে শহরে, দিনের আলোয় এমন ঘটনা, তাও আবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ঝড় তুলেছে নেটাগরিকদের মধ্যে৷ ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় দেখছেন বহু মানুষ৷
মাদ্রিদের ‘কুয়ার্তো’ চ্যানেলে একটি ডাকাতির ঘটনা নিয়ে লাইভ নিউজ চলছিল৷ যিনি অনস্পট রিপোর্টার ছিলেন, তাঁর নাম ইসা বালাদো। স্টুডিয়োয় ছিলেন অ্যাঙ্কর নাচো আবাদ। ভিডিওতে দেখা যায় যে খবর চলাকালীন হঠাৎই পিছন থেকে ইসার দিকে এগিয়ে আসে অভিযুক্ত। এসেই ইসার শরীরে পিছন থেকে হাত দেয়। তাও আবার হাসিমুখে! কিছুটা অস্বস্তিতে পড়েন ইসা, কিন্তু লাইভ খবর সম্প্রচারে তিনি আবার তাঁর বক্তব্য পেশ করতে থাকেন। একইভাবে সেই ব্যক্তিও ইসার পাশ থেকে সরে যায়নি।
advertisement
তবে রেগে যান স্টুডিওয় থাকা অ্যাঙ্কর নাচো আবাদ। তাঁর কথাতেই ইসা আবার অভিযুক্তকে দেখাতে থাকেন এবং এমন আচরণ কেন করলেন সেই প্রশ্ন করেন৷ এবার তাদের মধ্যে কথা কাটাকাটি চলে৷ অভিযুক্ত জানায় যে সে জানতে চেয়েছিল যে কোন চ্যানেলের রিপোর্টার তিনি৷ কিন্তু সেই তথ্যের জন্য এমন আচরণ কেন? তবে এখানেই শেষ নয়৷ কিছুক্ষণের জন্য সে চলে গেলেও আবারও ধরা দেয় ক্যামেরায়৷ এবার এসে ইসার চুলে হাত দেয় সে৷
advertisement
এরপর যদিও বেশি দেরি হয়নি৷ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদ্রিদ পুলিশ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2023 2:57 PM IST