সচিন তেণ্ডুলকরের মেয়েকে ফোনে প্রেম নিবেদন বাংলার যুবকের! তারপর কী হল জানেন?
Last Updated:
সচিন তেণ্ডুলকরের মেয়েকে ফোনে প্রেম নিবেদন বাংলার যুবকের! তারপর কী হল জানেন?
#পূর্ব মেদিনীপুর: মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকরের মেয়ে সারাকে ফোনে উত্যক্ত করার ফল হাতেনাতে পেলেন এক যুবক ৷ সচিন কন্যা সারাকে প্রেম প্রস্তাব নিয়ে ফোনে উত্যক্ত করার অভিযোগ উঠেছে দেবকুমার মাইতি নামে এক যুবকের বিরুদ্ধে ৷ তেণ্ডুলকর পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার মহিষাদল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷
যে সে নয়! একদম সচিন তেন্ডুলকরের মেয়ে। তাকেই কি না মনে ধরেছে দেবকুমারের। যেমন ভাবা তেমন কাজ! আর কর্মসূত্রে থাকাটা মুম্বইতেই পেশায় চিত্রশিল্পী দেবকুমারের। ব্যাস! একটুও দেরি না করে কাজে লেগে পড়া।সচিন কন্যা সারাকে বিয়ে করতে চায় দেবকুমার ৷ সারা তেণ্ডুলকরের নামে হাতে ট্যাটুও করেছে পেশায় চিত্রশিল্পী ওই যুবক ৷
advertisement
সারার প্রেমে পাগল আন্দুলিয়ার বাসিন্দা ৩২ বছর বয়সী দেবকুমার ডিসেম্বর মাসে অন্য পরিচয়ে সচিনের অফিসের নাম্বার যোগাড় করে ৷ সেখান থেকে সারার ফোন নম্বর জোগাড় ৷ সেই নম্বরে যোগাযোগ করেই সারাকে প্রেমের প্রস্তাব দেয় ও বিবাহ করারও ইচ্ছা প্রকাশ করে ৷ টানা ফোন, মেসেজ করে সচিন-কন্যাকে প্রেম নিবেদন ৷ একাধিকবার ফোনে সচিন কন্যাকে উত্যক্ত করার অভিযোগে দেবকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সচিনের পরিবার ৷
advertisement
advertisement
সেইমতো তদন্তে নেমে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেবকুমারের খোঁজ পায় পুলিশ ৷ মহিষাদল থানার পুলিশের সাহায্য নিয়ে শনিবার গভীর রাতে আন্দুলিয়ায় অভিযুক্ত দেবকুমারকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ আজই তাকে হলদিয়া আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার আবেদন জানাবে পুলিশ। তবে অভিযুক্তের পরিবারের দাবী, দেবকুমার মানসিক ভারসাম্যহীন ৷
view commentsLocation :
First Published :
January 07, 2018 12:14 PM IST


