সচিন তেণ্ডুলকরের মেয়েকে ফোনে প্রেম নিবেদন বাংলার যুবকের! তারপর কী হল জানেন?

Last Updated:

সচিন তেণ্ডুলকরের মেয়েকে ফোনে প্রেম নিবেদন বাংলার যুবকের! তারপর কী হল জানেন?

 #পূর্ব মেদিনীপুর: মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকরের মেয়ে সারাকে ফোনে উত্যক্ত করার ফল হাতেনাতে পেলেন এক যুবক ৷ সচিন কন্যা সারাকে প্রেম প্রস্তাব নিয়ে ফোনে উত্যক্ত করার অভিযোগ উঠেছে দেবকুমার মাইতি নামে এক যুবকের বিরুদ্ধে ৷ তেণ্ডুলকর পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার মহিষাদল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷
যে সে নয়! একদম সচিন তেন্ডুলকরের মেয়ে। তাকেই কি না মনে ধরেছে দেবকুমারের। যেমন ভাবা তেমন কাজ! আর কর্মসূত্রে থাকাটা মুম্বইতেই পেশায় চিত্রশিল্পী দেবকুমারের। ব্যাস! একটুও দেরি না করে কাজে লেগে পড়া।সচিন কন্যা সারাকে বিয়ে করতে চায় দেবকুমার ৷ সারা তেণ্ডুলকরের নামে হাতে ট্যাটুও করেছে পেশায় চিত্রশিল্পী ওই যুবক ৷
advertisement
সারার প্রেমে পাগল আন্দুলিয়ার বাসিন্দা ৩২ বছর বয়সী দেবকুমার ডিসেম্বর মাসে অন্য পরিচয়ে সচিনের অফিসের নাম্বার যোগাড় করে ৷ সেখান থেকে সারার ফোন নম্বর জোগাড় ৷ সেই নম্বরে যোগাযোগ করেই সারাকে প্রেমের প্রস্তাব দেয় ও বিবাহ করারও ইচ্ছা প্রকাশ করে ৷ টানা ফোন, মেসেজ করে সচিন-কন্যাকে প্রেম নিবেদন ৷ একাধিকবার ফোনে সচিন কন্যাকে উত্যক্ত করার অভিযোগে দেবকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সচিনের পরিবার ৷
advertisement
advertisement
Debkumar Maity
সেইমতো তদন্তে নেমে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেবকুমারের খোঁজ পায় পুলিশ ৷ মহিষাদল থানার পুলিশের সাহায্য নিয়ে শনিবার গভীর রাতে আন্দুলিয়ায় অভিযুক্ত দেবকুমারকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ আজই তাকে হলদিয়া আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার আবেদন জানাবে পুলিশ। তবে অভিযুক্তের পরিবারের দাবী, দেবকুমার মানসিক ভারসাম্যহীন ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সচিন তেণ্ডুলকরের মেয়েকে ফোনে প্রেম নিবেদন বাংলার যুবকের! তারপর কী হল জানেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement