Lockdown Violation: কী কাণ্ড, লকডাউন ভেঙে বিয়েবাড়িতে গিয়ে শাস্তি পেলেন অতিথিরা! দেখুন

Last Updated:

করোনাভাইরাসের (Coronavirus) জেরে লকডাউন (Madhya Pradesh Lockdown) ঘোষণা করার পরও বিয়েবাড়ি যাওয়ার কারণেই এমন শাস্তির সম্মুখীন হতে হয়েছে এই অতিথিদের।

#ভিন্ড: বিয়েবাড়িতে সেজেগুজে খেতে গিয়ে এমন কাণ্ড হবে তা হয়তো স্বপ্নেও কেউ ভাবেননি কোনওদিন। মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় এমনই অদ্ভুত ঘটনার শিকার একাধিক বিয়েবাড়ির অতিথি। আসলে, করোনাভাইরাসের (Coronavirus) জেরে লকডাউন (Madhya Pradesh Lockdown) ঘোষণা করার পরও বিয়েবাড়ি যাওয়ার কারণেই এমন শাস্তির সম্মুখীন হতে হয়েছে এই অতিথিদের। পুলিশ প্রায় ৩৫ জন ছোট থেকে বড় অতিথিকে ব্যাঙের মতো লাফিয়ে রাস্তা দিয়ে যাওয়ার শাস্তি দিয়েছে। ভিডিওতে সেই দৃশ্য ধরাও পড়েছে।
পুলিশ সূত্রে খবর, করোনার জেরে লকডাউনের মধ্যেই ভিন্ডের উমারি গ্রামের ওই বিয়েবাড়িতে প্রায় ৩০০ অতিথি জড়ো হয়েছিলেন। পুলিশ ওই বিয়েবাড়িতে গিয়ে দেখতে পায় অসংখ্য অতিথি মাস্ক ছাড়াই সেখানে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ এসেছে দেখে তখন হুড়োহুড়ি এমনকী পালানোর ধুম পড়ে যায়। পালানোর সময় পুলিশ প্রায় ৩৫ জনকে ধরতে সক্ষম হয়। তার পরেই তাঁদেরকে শাস্তি দেয় এবং ব্যাঙের মতো লাফিয়ে যাকে বলে ফ্রগ জাম্প করতে করতে বাড়ি পাঠায়।
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে প্রায় ১৭ জন ছোট থেকে বড় অতিথি ব্যাঙের মতো লাফিয়ে বাড়ি ফিরছেন। সেখানে দেখা গিয়েছে, পুলিশ তাঁদের কয়েকজনকে লাঠি দিয়ে মেরে লাইন ঠিক করানোর চেষ্টা করছে। এভাবে শাস্তি দেওয়ার পর প্রত্যেক অতিথিকে হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ, এই লকডাউনের মধ্যে কোনও ভাবেই এমন জমায়েত না করার।
advertisement
কয়েকদিন আগে বিহারের কিষাণগঞ্জেও এভাবে লকডাউন ভাঙার জেরে প্রায় ১২ জনকে ব্যাঙের মতো লাফিয়ে যাওয়ার শাস্তি দিয়েছিল পুলিশ। অন্যদিকে, করোনাভাইরাসের সংক্রমণে মধ্যপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৭ লক্ষ ৪৭ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ৭,২২৭ জন করোনায় মারা গিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Lockdown Violation: কী কাণ্ড, লকডাউন ভেঙে বিয়েবাড়িতে গিয়ে শাস্তি পেলেন অতিথিরা! দেখুন
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement