Corona Devi: করোনা থেকে বাঁচতে ভরসা ‘করোনা দেবী’, দেশের কোন মন্দিরে বসানো হল এই মূর্তি, দেখে নিন

Last Updated:

কামাটচিপুরী আধিনাম মন্দিরে বসানো হল ‘করোনা দেবী’-র মূর্তি ৷ সেখানে ভক্তরা এসে পুজো দিতেও পারেন ৷

কোয়েম্বাটোর: করোনা থেকে বাঁচতে এখন করোনা দেবীই ভরসা ৷ হ্যাঁ এমনটাই বিশ্বাস তামিলনাডুর কোয়েম্বাটোরের এক মন্দির কর্তৃপক্ষের ৷ কামাটচিপুরী আধিনাম মন্দিরে বসানো হল ‘করোনা দেবী’-র মূর্তি ৷ সেখানে ভক্তরা এসে পুজো দিতেও পারেন ৷ মন্দিরের দায়িত্বে থাকা শিবালিঙ্গেশ্বর বলেন, প্লেগ এবং অন্যান্য সব ছোঁয়াচে রোগের থেকে মানুষকে মুক্ত করার উপায় খুঁজতে তিনি বহুদিন ধরেই সাধনা করছেন ৷
এমন দেব-দেবীর মূর্তি কোয়েম্বাটোরে শুধু একটি নয়, আরও অনেক আছে ৷ যেমন প্লেগ মারিম্মান মন্দির ৷ স্থানীয় মানুষদের বিশ্বাস, ওই দেবীই তাদের সকল রোগ এবং সমস্যা থেকে দূর করবে ৷ পূর্বে কলেরা এবং প্লেগ থেকে মানুষকে রক্ষাও করেছেন মন্দিরের দেবী, এমনটাই বিশ্বাস ভক্তদের ৷ দেশে করোনা অতিমারি ক্রমশই ভয়ঙ্কর আকার ধারণ করায় এবার গ্রানাইট দিয়ে একটি বিশেষ দেবী মূর্তি তৈরি করা হয়েছে কোয়েম্বাটোরের এই মন্দিরে ৷ যেখানে ৪৮ দিন ধরে ভক্তদের প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে ৷ এই মন্দিরেই আয়োজন হবে যজ্ঞেরও ৷
advertisement
advertisement
করোনা দেবীই দেশবাসীকে এই ভয়ঙ্কর অতিমারী থেকে মুক্তি দেবে বলে বিশ্বাস স্থানীয়দের ৷ গত সপ্তাহেই সে রাজ্যে করোনা নিয়ে বিধিনিষেধ আরও কড়াকড়ি করেছে তামিলনাডু সরকার ৷ লকডাউনে মুদি সামগ্রীর দোকান, শাক-সবজি এবং মাছ-মাংসের দোকান খোলা থাকছে শুধুমাত্র সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Devi: করোনা থেকে বাঁচতে ভরসা ‘করোনা দেবী’, দেশের কোন মন্দিরে বসানো হল এই মূর্তি, দেখে নিন
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement