করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করলেন 'অভিমানী' তসলিমা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
খবর পেয়েই ট্যুইটারে আরোগ্যবার্তা দিলেন তসলিমা নাসরিন, পাশাপাশি মনে করিয়ে দিলেন তিক্ততার অতীতও।
#কলকাতা: রোগশয্যায় বুদ্ধদেব ভট্টাচার্য। করোনায় আক্রান্ত হয়ে তিনি বাড়িতেই চিকিৎসাধীন। আর তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি। খবর পেয়েই ট্যুইটারে আরোগ্যবার্তা দিলেন তসলিমা নাসরিন, পাশাপাশি মনে করিয়ে দিলেন তিক্ততার অতীতও। আরোগ্যের প্রার্থনা মোড়া রইল অভিমানে।
তসলিমা এদিন ট্যুইটারে লিখেছেন, "বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য করোনা পজিটিভ হয়েছেন। উনি যদিও আমাকে বাংলা থেকে তাড়িয়েছিলেন, কিন্তু আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।"
Buddhadeb Bhattacharya, the former CM of West Bengal, has tested positive for COVID-19. Even though he threw me out of Bengal, I wish him a speedy and full recovery.
— taslima nasreen (@taslimanasreen) May 19, 2021
advertisement
advertisement
সময়টা ২০০৭ সাল। দ্বিতীয় বারের জন্য় মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে তসলিমা পাকাপাকি ভাবে কলকাতায় বসবাস শুরু করেছিলেন অনেকটা আগেই। অবশ্য বাম সরকারের সঙ্গে বনিবানা তাঁর প্রথম থেকেই হয়নি। তাঁর লেখা দিখণ্ডিত বাম সরকার নিষিদ্ধ করার পরে সেটি পুনঃপ্রকাশ করার অনুমতি তসলিমা জোগাড় করেন হাইকোর্ট থেকে। কিন্তু বিবাদ-তিক্ততা চরমে পৌঁছয় হায়দরাবাদের একটি মৌলবাদী সংগঠন তাঁর উপর আঘাত হানলে। ২০০৭ সালের নভেম্বরে তাঁকে কার্যত কলকাতা ছাড়তে বাধ্যই করে রাজ্য সরকার।
advertisement
তারপর হুগলি নদীতে বহু জল গড়িয়েছে। বহু বছর ভিনরাজ্যের বাসিন্দা তসলিমা। যদিও তাঁর মন পড়ে থাকে কলকাতায়। এদিকে বামেরা আজ বিধানসভায় অস্তিত্বটুকুও হারিয়ে ফেলেছেন। ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাসলিমার প্রতি সদয় হননি। ফলে তাসলিআর গলায় যে অভিযোগ অভিমানের মেঘ ভীড় করবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই বুদ্ধদেব ভট্টাচার্য ও মীরা ভট্টাচার্য কোভিড আক্রান্ত হন। দুজনের অবস্থাই আপাতত স্থিতিশীল, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু ক্রনিক সিওপিডির রোগী, তাই তাঁকে নিয়ে চিকিৎসকদের দুশ্চিন্তা রয়েছে। ডিসেম্বর মাসেই দিন ছয়েক তাঁকে হাসপাতালে কাটাতে হয়েছিল।
view commentsLocation :
First Published :
May 19, 2021 11:37 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করলেন 'অভিমানী' তসলিমা

