#Coronavirus৷ সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও কেন শাহিনবাগ আন্দোলন, আজ সুপ্রিম কোর্টে শুনানি

Last Updated:

রবিবার জনতা কারফিউ চলাকালীন অবশ্য শাহিনবাগের চেহারাটা একটু অন্য রকম ছিল৷ জনা পাঁচেক মহিলাকে শাহিনবাগে দেখা যায়৷

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন শহরে লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ জমায়েত না করে যথাসম্ভব গৃহবন্দি থাকার জন্য বার বার অনুরোধ করা হচ্ছে সাধারণ মানুষকে৷ কিন্তু করোনার প্রকোপের মধ্যেও শাহিন বাগ আন্দোলন চলছেই৷ এমন বিপদের মুহূর্তেও কেন যাবতীয় সতর্কতা উড়িয়ে দিয়ে শাহিন বাগ আন্দোলন চালু থাকবে, সেই আবেদনের শুনানি এ দিন হবে সুপ্রিম কোর্টে৷
রবিবার জনতা কারফিউ চলাকালীন অবশ্য শাহিনবাগের চেহারাটা একটু অন্য রকম ছিল৷ জনা পাঁচেক মহিলাকে শাহিনবাগে দেখা যায়৷ বাকিরা অবশ্য নিজেদের জুতো চটি রেখে দিয়ে প্রতীকী প্রতিবাদ করেন৷ আন্দোলন স্থলে উপস্থিত কয়েকজন মহিলা বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর আবেদন মতো হাত তালি দেন ঠিকই, কিন্তু তা তাঁরা সিএএ এবং এনআরসি-র বিরোধিতায় করেছেন বলে দাবি করেন৷ রাত ৯টার পর থেকে ফের শাহিনবাগে জমায়েত শুরু হয়৷
advertisement
গত বছরের ডিসেম্বর মাস থেকে শাহিনবাগ আন্দোলন চলছে৷ দেশে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি চালু করার বিরোধিতায় মূলত মহিলারাই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ কোনও অবস্থাতেই তাঁরা আন্দোলনের রাশ আলগা হতে দিতে চান না৷ তাই করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া সঙ্কটের পরিস্থিতিতেও নিজেদের সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা৷ গোটা দিল্লি যেখানে অবরুদ্ধ, সেখানে শাহিনবাগে আন্দোলন চলছেই৷ তবে তার ভবিষ্যৎ কী হবে, তা হয়তো এ দিনই শীর্ষ আদালত ঠিক করে দেবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus৷ সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও কেন শাহিনবাগ আন্দোলন, আজ সুপ্রিম কোর্টে শুনানি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement