Oxygen Crisis In UP: মুখে মুখ চেপে করোনা আক্রান্ত মা’কে অক্সিজেন দেওয়ার শেষ চেষ্টা দুই বোনের! ভাইরাল ছবি

Last Updated:

কোভিড আক্রান্ত মৃত্যু পথযাত্রীকে মা’কে বাঁচানোর শেষ চেষ্টা করছে দুই মেয়ে । মায়ের মুখে নিজেদের মুখ রেখে অক্সিজেন ভাগ করে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা ।

#মুম্বই: দেশ জুড়ে লাগামছাড়া করোনা সংক্রণ (Coronavirus) । করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona 2nd Wave) ধাক্কায় বেসামাল আমাদের দেশ । প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, হাসপাতালে বেড নেই, নেই পর্যাপ্ত অক্সিজেনও (Oxygen Crisis) । অসহায় মানুষের আর্তি, হাহাকার চারিদিকে । শ্মশানে জমছে মৃতদেহের স্তূপ, সৎকার করার জায়গা নেই । কবরস্থানেও জায়গা জুটছে না মৃতদেহ সমাধিস্থ করার । সংবাদ মধ্যমের পাতায় একেরপর এক ভেসে আসছে হৃদয় বিদারক নানা চিত্র । কোথাও স্বামীর দেহ আকড়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী, কোথাও বা ছেলেকে ফিরিয়ে না আনতে পারার বুক ফাটা আর্তনাদ মায়ের । কোথাও বা চরম আমানবিকতার ছবি উঠে আসছে সমাজের বিভিন্ন স্তর থেকে ।
এ বারের মর্মান্তিক চিত্রটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহারিক জেলায় । সেখানকার একটি সরকারি হাসপাতালে দেখা গেল স্ট্রেচারে প্রায় নিস্তেজ হয়ে শুয়ে রয়েছেন এক মহিলা । অক্সিজেন লেভেল দ্রুত কমে আসছে তাঁর । কিন্তু বহু চেষ্টা করেও পরিবারের লোকেরা তাঁর জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারেননি । তাই উপায়ন্তর না দেখে কোভিড আক্রান্ত মৃত্যু পথযাত্রীকে মা’কে বাঁচানোর শেষ চেষ্টা করছে দুই মেয়ে । মায়ের মুখে নিজেদের মুখ রেখে অক্সিজেন ভাগ করে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা । মা’কে পুনরুজ্জীবিত করার (mouth-to-mouth resuscitation) চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা । অনেক সময় শ্বাসকষ্টে ভোগে রোগীকে এ ভাবে মুখের মধ্যে শ্বাসবায়ু (অক্সিজেন) দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়ে থাকে ।
advertisement
গত শনিবার এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । যেখানে উত্তরপ্রদেশের যোগী সরকার বারবার সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছে, তাদের রাজ্যে কোনও হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই, সেখানে এমন দৃষ্য প্রকাশ্যে আসায় স্বভাবতই অস্বস্তিতে প্রশাসন । এর আগেও উত্তরপ্রদেশের আগ্রায় প্রায় এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছিল । সেখানে অক্সিজেন না পেয়ে, হাসপাতালে বেড না পেয়ে, অটোয় বসে বসেই এক মহিলা তাঁর স্বামীকে মুখে শ্বাসবায়ু দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলেন । সে ক্ষেত্রেও অবশ্য ওই ব্যক্তিকে বাঁচানো যায়নি ।
advertisement
advertisement
বাহারিক জেলার সরকারি ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার আথিসাম আলি জানান, ওই মহিলার অবস্থা খুবই সঙ্কটজনক ছিল । চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করতে করতেই তিনি মারা যান । ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেন জেলা প্রশাসক শম্ভূ কুমার । অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে ওই মহিলাকে পরীক্ষা করেন তিনি ।
মহারাজ ডঃ একে সাহানি বলেন, ‘‘যখন ওই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখনই তাঁর অবস্থা ভাল ছিল না । সেটা তাঁর পরিবারের লোকজনরাও মেনে নিয়েছেন । মহিলার দুইমেয়ে আবেগপ্রবণ হয়েই মুখ দিয়ে শ্বাসবায়ু দিয়ে মা’কে বাঁচানোর চেষ্টা করেছিল । হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই ।’’
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Oxygen Crisis In UP: মুখে মুখ চেপে করোনা আক্রান্ত মা’কে অক্সিজেন দেওয়ার শেষ চেষ্টা দুই বোনের! ভাইরাল ছবি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement