COVID19 Salman Khan: মানবিক সলমন, ঝাপিয়ে পড়লেন করোনা রোগীদের সেবায়

Last Updated:

তিনি (Salman Khan) ও তাঁর টিম ইতিমধ্যেই ৫০০টি অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় করেছেন করোনা রোগীদের সাহায্যে (Corona patients)৷

#মুম্বই: মানুষের সেবায় তিনি ব্রতী হয়েছেন বহু বছর ধরেই৷ এবার করোনা রোগীদের সেবা শুরু করে দিলেন সলমন৷ এত দিন তিনি ব্যস্ত ছিলেন তাঁর ছবি মুক্তি নিয়ে৷ এবার তিনি ঝাঁপিয়ে পড়লেন কোভিড লড়াইয়ে৷ তিনি ও তাঁর টিম ইতিমধ্যেই ৫০০টি অক্সিজেন কনসেনট্রেটর (Salman Khan arranges Oxygen concentrators) জোগাড় করেছেন করোনা রোগীদের সাহায্যে৷ এবং এর সুবিধা নেওয়ার জন্য কোনও রকম টাকা খরচ করতে হবে না রোগীদের৷ বিনামূল্যে মিলবে পরিষেবা (Salman Khan COVID19 help)৷ এছাড়াও তিনি একটি আপতকালীন নম্বর শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে সরাসরি ফোন করে এই সুবিধা নিতে পারবেন করোনা রোগী ও তাঁর আত্মীয়রা৷ সলমন জানিয়েছেন যে, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁকে ট্যাগ করে প্রয়োজনীয় তথ্য দিতে পারে৷ যদি কেউ কোনও সমস্যায় পড়েন, তিনি সাহায্য করতে পিছপা হবেন না৷ এটাই তো ভাইজানের ইমেজ৷ তিনি যেন বলিউডের রবিনহুড! তাঁকে নিয়ে বিতর্ক, অভিযোগের শেষ নেই ঠিকই, তবে সল্লুমিঞার সেবার তালিকাও নেহাত কম নয়৷ বিইং হিউম্যান তাঁর সেবামূলক কাজকর্মে নিযুক্ত৷ বহু মানুষের সাহায্য করেন সলমন তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে৷
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ৷ করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা তুঙ্গে৷ চাহিদার সঙ্গে জোগানের ঘাটতির কথা বারবার উঠে আসছে৷ অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যুর খবর উঠে আসছে প্রতি নিয়ত৷ সেই অক্সিজেনের ব্যবস্থা করছেন বহু তারকা৷ তাতে সামিল হলেন সলমন খান৷ তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, "আমাদের প্রথম ধাপের ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর মুম্বই পৌঁছেছে৷ জরুরি ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হলে করোনা রোগীরা, 8451869785, এই নম্বরে ফোন করতে পারেন৷ বা আমায় সরাসরি মেসেজ বা ট্যাগ করেও এর প্রয়োজনের কথা বলতে পারেন৷ এই কনসনট্রেটর বিনামূল্য মিলবে৷ ব্যবহার করার পর এগুলো ফেরত দিতে হবে৷" লিখেছেন সলমন৷
advertisement
advertisement
advertisement
কিছুদিন আগেই সলমনের রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই (Radhe: your most wanted Bhai)ছবি মুক্তি পেয়েছে৷ যদিও দুধের সাধ ঘোলে মেটাতে হয়েছে ভাইজান ভক্তদের৷ কারণ মোটের উপর সকলেই এই ছবি দেখেছেন অনলাইন প্ল্যাটফর্মে৷ ছবি দেখে হতাশই হয়েছে ভক্তকূল৷ পাইরেসিও হয়েছে এই ছবি৷ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19 Salman Khan: মানবিক সলমন, ঝাপিয়ে পড়লেন করোনা রোগীদের সেবায়
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement