করোনায় বন্ধ দুই দেশের সফর, স্বামীর সঙ্গে দেখা না হওয়ায় মন খারাপ মিথিলার
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#কলকাতা: সদ্যই শেষ হয়েছে জমকালো রিসেপশন পর্ব ৷ ঘরোয়া বিয়ের পর ফেব্রুয়ারির শেষ দিকে কলকাতায় ছিল রিসেপশন পর্ব ৷ তারপরেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শ্যুটিং শেষ করতে আফ্রিকায় উড়ে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় ৷ অন্যদিকে, মিথিলাও ঢাকায় ফিরে গিয়েছেন নিজের কাজে ৷
কিন্তু নবদম্পতি এখন একে অপরকে চোখে হারাচ্ছেন ৷ আফ্রিকা থেকে ১৯ মার্চ কলকাতা ফেরার কথা পরিচালকমশাইয়ের ৷ কিন্তু কলকাতা আর ঢাকার দূরত্ব তাতেও ঘুচছে না ৷ করোনা ভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব ৷ সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরও বন্ধ হওয়ার জোগাড় ৷ কাজ মিটিয়ে দেশে ফিরে দেখা করার কথা ছিল সৃজিত-মিথিলার ৷ কিন্তু করোনা আতঙ্কে আপাতত সব পরিকল্পনা বাতিল। তাই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ছুঁয়েই রয়েছেন সৃজিত-মিথিলা ৷
advertisement
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত যাবতীয় ভিসা বাতিল করেছে ভারত। ফলে আপাতত দেখা করতে পারছেন না তাঁরা ৷ মন খারাপ নববধূর ৷ সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তারই প্রতিচ্ছবি ৷
advertisement
After 25 years of separation due to Corona, CAA & few more political, religious, natural and unnatural causes when we meet... 'Tere liye ham hai jiye honto ko siye Tere liye ham hai jiye har aansu piye Dil me magar jalte rahe chahat ke diye Tere liye tere liye..' @srijitspeaketh pic.twitter.com/DNHzPcb0lh
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) March 12, 2020
Location :
First Published :
March 15, 2020 5:09 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় বন্ধ দুই দেশের সফর, স্বামীর সঙ্গে দেখা না হওয়ায় মন খারাপ মিথিলার