করোনা থেকে সেরে উঠে স্বাস্থ্যকর্মীদের প্রশংসা প্রিন্স চার্লসের, আর কী বললেন তিনি ? দেখে নিন

Last Updated:

মারণ করোনার কবল থেকে মুক্তি পাননি প্রিন্স চার্লসও ৷ তবে ব্রিটেনবাসীর কাছে সুখবর, তিনি এখন সম্পূর্ণ সুস্থ ৷

#লন্ডন: মারণ করোনা ভাইরাস যেভাবে থাবা বসিয়েছে সর্বত্র ৷ তাতে গোটা বিশ্বই আতঙ্কিত ৷ ইংল্যান্ড, স্কটল্যান্ড-সহ গোটা ব্রিটেনেই এখন ব্যাপকভাবে ছড়িয়েছে এই ভাইরাস ৷ খুবই কঠিন সময়ের মধ্যে যাচ্ছে ব্রিটেন ৷ প্রতিদিনই সে দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷
মারণ করোনার কবল থেকে মুক্তি পাননি প্রিন্স চার্লসও ৷ তবে ব্রিটেনবাসীর কাছে সুখবর, তিনি এখন সম্পূর্ণ সুস্থ ৷ করোনা থেকে সেরে উঠে বুধবার সে দেশের স্বাস্থ্য়কর্মীদের প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে প্রিন্স চার্লস বলেছেন, একটা অদ্ভুত ও কঠিন পরিস্থিতির মধ্য় দিয়ে যাচ্ছে দেশ। তাঁর শরীরে করোনাভাইরাসের সামান্য় উপসর্গ দেখা গেলেও তিনি সুস্থ ছিলেন বলে খবর। প্রিন্স চার্লসের স্ত্রী ক্য়ামিলাকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছিল। যদিও তাঁর শরীরে মারণ ভাইরাস মেলেনি।
advertisement
advertisement
advertisement
ব্রিটেনে এখন করোনায় মৃতের সংখ্যা ১৭৮৯। এ প্রসঙ্গে প্রিন্স চার্লস বলেছেন, ”যে কঠিন সময়ে আমরা সকলে দাঁড়িয়ে রয়েছি, তাতে আমি ও আমার স্ত্রী তাঁদের কথাই শুধু ভাবছি, যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাঁরা এই অস্বাভাবিক পরিস্থিতিতে অসুস্থ হয়ে আইসোলেশনে রয়েছেন”।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা থেকে সেরে উঠে স্বাস্থ্যকর্মীদের প্রশংসা প্রিন্স চার্লসের, আর কী বললেন তিনি ? দেখে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement