১ মাসের বেতনের টাকা দিয়ে দুঃস্থ মানুষদের খাবার কিনে দিলেন প্রাথমিক শিক্ষক
- Published by:Simli Raha
Last Updated:
Uttam Paul
#লাহুতারা: শিক্ষকের একমাসের বেতনের টাকা দিয়ে দুঃস্থ অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন লাহুতাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামলাল মাহাতো। দুঃস্থ মানুষ খাদ্যসামগ্রী পাওয়া খুশি।
করোনা ভাইরাস মোকাবিল দেশ জুড়ে লকডাউন চলছে। লকডাউনের কারণে দোকানপাট, হাটবাজার, স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকদের বেতন পেতে কোনও সমস্যা হবে না। উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক টুঙ্গিদিঘী লাহুতারা গ্ৰামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামলাল মাহাতো কাজ না করে বেতন পেলেও সেই টাকা ঘরে তুলবেন না। স্কুলে যাতায়াতের জন্য মোটরবাইকের তেল বাবদ বেশ কিছু টাকা খরচ হত। স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষকদের তেলের বেশ কিছু টাকা সাশ্রয় হবে। শ্যামলালবাবু একমাসের বেতনের টাকা দুঃস্থ অসহায় মানুষদের হাতে চাল, ডাল, তেল, নুন তুলে দিলেন। বাড়ি, বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী তুলে দেন।শ্যামলালবাবু জানিয়েছেন, লকডাউনের কারণে গ্রামের মানুষের উপার্জন বন্ধ। আয় না থাকার কারণে তাঁরা দু'বেলা পেট ভরে খেতে পারছেন না । তাই তিনি লাহুতারা গ্রামপঞ্চায়েত এলাকার ১০০ টি পরিবারের হাতে এই খাদ্য সামিগ্রী বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রধানের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দিলেন। গ্রামবাসীরা জানিয়েছেন, শিক্ষক শ্যামলালবাবুর তাঁদের কথা চিন্তা করে যেভাবে তাঁদের পাশে দাঁড়ালেন তা এক কথায় অভাবনীয়। তিনি যদি এই খাদ্য সামগ্রী তুলে না দিতেন তাহলে পরিবারকে নিয়ে তাঁদের অভুক্ত থাকতে হত। শ্যামলালবাবুর এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন পার্শ্ববর্তী অন্য বিদ্যালয়ের শিক্ষকরাও। শ্যামলালবাবু জানান, এই লকডাউন আরও বাড়ানো হলে তিনি আবারও দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
advertisement
Location :
First Published :
March 28, 2020 9:00 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
১ মাসের বেতনের টাকা দিয়ে দুঃস্থ মানুষদের খাবার কিনে দিলেন প্রাথমিক শিক্ষক