সোশ্যাল ডিস্টেন্সিংকে বুড়ো আঙুল! এই আয়ুর্বেদিক ওষুধেই নাকি করোনা হবে দূর, কেনার জন্য ঝাঁপিয়ে পড়লেন শয়ে শয়ে মানুষ!

Last Updated:

ওই ব্যক্তির ‘করোনার ওষুধ’-কে আবার সেখানকার জেলাশাসক এবং কিছু আয়ুর্বেদিক ডাক্তাররাও ঠিকঠাক বলে দাবি করেন ৷

নেল্লোর: এ দেশে কী না সম্ভব ৷ বিশ্বাস মানুষকে কোন পর্যায় নিয়ে যেতে পারে, তার একটা অদ্ভূত উদাহরণ সম্প্রতি দেখা গেল অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার কৃষ্ণাপটনম গ্রামে ৷ যেখানে এক ব্যক্তিকে দেখা গেল বাজারে বসে একটি আয়ুর্বেদিক ওষুধ সবাইকে প্রদান করছেন ৷ সঙ্গে চোখের ড্রপ ৷ এগুলি নিলেই নাকি করোনার থেকে কোনও ভয় নেই ৷ অর্থাৎ ভ্যাকসিন, রেমডেসিভির সব ফেল, করোনা থেকে বাঁচতে বা আক্রান্ত হলেও সুস্থ হওয়ার উপায় নাকি এই আয়ুর্বেদিক ওষুধ ও চোখের ড্রপই !
এই ওষুধটি কেনার জন্য একেবারে হিড়িক পড়ে যায় গ্রামের মানুষদের মধ্যে ৷ এই করোনাকালেও সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের তোয়াক্কা না করেই শয়ে শয়ে মানুষ লাইন দিলেন শুধুমাত্র ওই ওষুধ কিনবেন বলে ৷ এমনকি, ওই লাইনে দাঁড়ালেন করোনা আক্রান্তরাও !
advertisement
advertisement
ওই ব্যক্তির ‘করোনার ওষুধ’-কে আবার সেখানকার জেলাশাসক এবং কিছু আয়ুর্বেদিক ডাক্তাররাও ঠিকঠাক বলে দাবি করেন ৷ কারণ তাঁদের মতে, এটি হার্বাল জিনিস দিয়ে তৈরি ৷ তাই এতে কোনও সাইড এফেক্ট নেই ৷’’ এই শুনে অনেক উৎসাহের সঙ্গেই গ্রামের মানুষরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েন ওষুধটি কেনার জন্য ৷ ওষুধটির কয়েকটি স্যাম্পল অবশ্য হায়দরাবাদের আয়ুষ ল্যাবরেটারিতে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে ৷
advertisement
অন্ধ্র প্রদেশে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যাও এখন বাড়ছে ৷ নেল্লোর, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, বিশাখাপত্তনম, চিতুর এবং অনন্তপুরের মতো অনেক জায়গাতেই এই ছত্রাক রোগে আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সোশ্যাল ডিস্টেন্সিংকে বুড়ো আঙুল! এই আয়ুর্বেদিক ওষুধেই নাকি করোনা হবে দূর, কেনার জন্য ঝাঁপিয়ে পড়লেন শয়ে শয়ে মানুষ!
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement