বিমানবন্দরে ফাঁকি দিয়ে পালালেন বিদেশ ফেরত যাত্রী, মেয়ের বাড়ি থেকে ধরে আনল পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আসা সব যাত্রীকেই বাধ্যতামূলক সাত দিন সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
#নয়াদিল্লি: বিদেশ থেকে এসে বিমানবন্দর কর্তৃপক্ষকে ফাঁকি দিয়েই বাড়ি চলে গিয়েছিলেন এক যাত্রী৷ কিন্তু শেষরক্ষা হলো না৷ মেয়ের বাড়ি থেকে ৭২ বছর বয়সি এক বৃদ্ধকে ফের ধরে আনা হল বিমানবন্দরেই৷
এমনই ঘটনা ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে৷ শনিবার কাজাখস্তান থেকে আসা ওই যাত্রী সরকারি নিয়ম মেনে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকা এড়াতেই বাড়িতে পালিয়েছিলেন৷ বিমানবন্দরে যখন কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য যাত্রীদের নাম ধরে ডাকা হচ্ছিল, তখন ওই যাত্রীর খোঁজ মেলেনি৷ এর পরেই তাঁকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়৷ শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজের সাহায্যে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ওই বৃদ্ধের মেয়ের বাড়িতে তাঁর খোঁজ মেলে৷
advertisement
এর পরেই ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ৷ কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেই তাঁকে গ্রেফতার করা হবে৷
advertisement
কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আসা সব যাত্রীকেই বাধ্যতামূলক সাত দিন সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ তার পর আরও সাত দিন তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে ওই বৃদ্ধকে বিমানবন্দরে ফেরত আনা হয়৷ তিনি শারীরিক অসুস্থতা সংক্রান্ত বেশ কিছু কাগজ দেখানোর পর তাঁকে ১৪ দিনই হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দেয় স্বাস্থ্য দফতর৷
advertisement
সরকারি নির্দেশ ভঙ্গ এবং সংক্রামক রোগ ছড়ানোর চেষ্টা যা থেকে অন্যের প্রাণহানি হতে পারে, এই দুই অভিযোগে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷
view commentsLocation :
First Published :
June 29, 2020 12:40 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিমানবন্দরে ফাঁকি দিয়ে পালালেন বিদেশ ফেরত যাত্রী, মেয়ের বাড়ি থেকে ধরে আনল পুলিশ