Narendra Modi on COVID19: চোখ ছল ছল মোদির, কথা বলতে গিয়ে ধরে এল গলা! মৃতদের প্রতি শ্রদ্ধা, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্বাস্থ্যকর্মীদের (Modi meets health workers)সঙ্গে কথা বলতে বলতে এভাবে আবেগতাড়িত হয়ে পড়েন মোদি (Narendra Modi Chokes)৷ মনে করিয়ে দেন নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাসের কথা (Narendra Modi on Black fungus)৷
#নয়াদিল্লি: অনলাইন বৈঠকে গলা ধরে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)৷ ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কোনওভাবে নিজেকে সামলে নিলেন৷ চোখ ছল ছল নরেন্দ্র মোদির৷ দেশের বহু চিকিৎসক ও প্রথম সারি যোদ্ধাদের করোনার দ্বিতীয় ঢেউয়ে(coronavirus second wave Narendra Modi) হারিয়ে তিনি খুবই ব্যথিত৷ আর সেই আবেগ উঠে এল বারাণসির স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনলাইন একটি বৈঠক করেন উত্তরপ্রদেশের বারাণসির (Narendra Modi online meeting Varanasi Doctors) ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ ও অন্যান্য প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের সঙ্গে৷ তাঁদের সঙ্গে কথা বলতে বলতে মোদির চোখ জলে ভরে ওঠে৷ "এই ভাইরাস আমাদের বহু প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে৷ যাঁরা করোনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই৷ যাঁরা আপনজনকে হারিয়েছেন তাঁদের প্রতি রইল আমার সমবেদনা৷" স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে এভাবে আবেগতাড়িত হয়ে পড়েন মোদি (Narendra Modi Emotional)৷
এদিনের বৈঠকে কাশিবাসী (Kashiwasi health workers meet Modi)সব ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালকের কাজের প্রশংসা করেন তিনি৷ দেশের প্রধানমন্ত্রী হিসেবে এভাবেই স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে তাঁদের একপ্রকার উৎসাহ দেন প্রধানমন্ত্রী মোদি৷ চোখে জল নিয়েই, ধরা গলায় সকলকে ধন্যবাদ জানান তিনি৷
তবে এখানেই শেষ নয়৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই নতুন চ্যালেঞ্জ হিবেসে (Narendra Modi says new challenge Black Fungus)উঠে এসেছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক৷ সেই কথাও অভিভাবকের মতো স্মরণ করিয়ে দেন মোদি৷ তিনি বলেন করোনার সঙ্গে লড়াইয়ের মাঝেই নতুন দোসর ব্ল্যাক ফাঙ্গাস৷ এর সঙ্গেও আমাদের কোমর বেঁধে লড়তে হবে৷ সেই জন্য সঠিক প্রস্তুতি ও চিকিৎসা প্রয়োজন৷ তিনি মেনে নেন যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে স্বাস্থ্য ব্যবস্থা খুবই চাপের মধ্যে রয়েছে৷ প্রতিনিয়ত লড়তে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের৷ তাঁর মতে অন্যান্য দিক থেকেও এই রোগের মোকাবিলা করতে হবে৷
advertisement
advertisement
Prime Minister Narendra Modi interacts with doctors, paramedical staff and other frontline health workers of Varanasi, Uttar Pradesh pic.twitter.com/EPPaAtWnGO
— ANI (@ANI) May 21, 2021
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতেই যখন হিমসিম চিকিৎসকরা, তখনই অত্যন্ত দ্রুত বিস্তার করছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। দেশের বিভিন্ন প্রান্তেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস । ইতিমধ্যেই ১০টি রাজ্য এর শিকার৷ গুজরাত থেকে রাজস্থান, এই রোগের প্রকোপ ক্রমাগত ভয়াবহ মাত্রা নিচ্ছে। এইমস (AIIMS, Delhi)র পক্ষ থেকে নয়া গাইডলাইন জারি করা হয়েছে । কী করে বুঝবেন আপনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত? উপসর্গ কী কী ? তার উপশম হবে কীভাবে এই নিয়েই বিস্তারিত জানানো হয়েছে এই নির্দেশিকায়।
view commentsLocation :
First Published :
May 21, 2021 4:26 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Narendra Modi on COVID19: চোখ ছল ছল মোদির, কথা বলতে গিয়ে ধরে এল গলা! মৃতদের প্রতি শ্রদ্ধা, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

