২৪ বছরের যমজ ভাই, ঘণ্টার হেরফেরে করোনা কেড়ে নিল প্রাণ, মর্মান্তিক

Last Updated:

নিয়তির বিধিলিপি এ কেমন মর্মান্তিক!

#কলকাতা: জোফ্রেড ও রালফ্রেড জর্জে ২৩ এপ্রিল ১৯৯৭ তে তিন মিনিটের হেরফেরে জন্মেছিলেন৷ এই বছর এপ্রিল মাসে নিজেদের ২৪তম জন্মদিনের পরের দিনেই কোভিড পজিটিভ হয়েছিলেন৷ তাঁরা দু‘জনেই এক ঘণ্টার এদিক ওদিকে মারা গেলেন এক সপ্তাহ আগে৷  উত্তরপ্রদেশের মীরাটে হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে৷
রালফ্রেড একই হাসপাতালে ছিলেন৷ তিনি হাসপাতাল থেকে নিজের মা-কে ফোন করেন৷ জানতে চান কেমন আছেন তাঁর যমজ ভাই৷ কারণ জোফ্রেডকে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ তাঁকে কথাটা জানানো হয় তিনি বলেন, ‘‘মা তুমি মিথ্যা কথা বলছ’’তিনি পরের দিনেই মারা যান , জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া৷
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে একাধিক দুঃখের খবর সামনে এসেছে৷ করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যে সব করুণ কাহিনী সামনে এসেছে তারমধ্যে এটা অন্যতম ভয়ানক৷ একাধিক মানুষ অক্সিজেনের অভাবে ধুঁকতে ধুঁকতে মারা গেছেন, সে দৃশ্য রোজ দেখছে ভারত৷
advertisement
advertisement
এই দুই যমজ ভাইয়ের পুরোটাই মিল৷ তাঁদের দুজনের ৬ ফুট উচ্চতা৷ তাঁরা একসঙ্গে কলেজে যেতেন৷ তাঁরা কোয়েম্বাটুরে বি টেক শেষ করেন৷ জোফ্রেড Accenture-এ এবং রালফ্রেড Hyundai Mubis Company কাজ করতেন৷ তাঁরা একসঙ্গে বিদেশ যাওয়ার কথা ভেবেছিলেন৷
 ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ি জোফ্রেড মীরটে বাস করতেন৷ তিনি বাড়ি থেকে কাজ করতেন৷ রালফ্রেড নিজের হায়দরাবাদের অফিস থেকে বাড়ি ফিরেছিলেন৷ কারণ তাঁর হাতে একটা চোট হয়েছিল৷ তাঁদের একটা বড় ভাই রয়েছে৷
advertisement
নিজের জন্মদিনের পরেই তাঁদের জ্বর হয়৷ কয়েকদিন তাঁদের বাড়ি রেখেই চিকিৎসা চলছিল৷ অক্সিমিটার কেনা হয়েছিল, ওষুধ খাওয়া চলছিল৷ তাঁদের পরিস্থিতি আরও খারাপ হয়েছিল৷ তাঁদের মে মাসের ১ তারিখে হাসপাতালে ভর্তি করা হয়৷
১০ মে তাঁরা দুজনেই নেগেটিভ হন৷ তাঁরা অত্যন্ত খুশি হয়ে যান৷ কিন্তু ৩ দিন বাদে হঠাৎই প্রথমে জোফ্রেড মারা যান, এরপরেই পরিবারের মনে হয়েছিল যে রালফ্রেডও বাঁচতে পারবে না৷ কারণ ওঁদের কখনও আলাদা করা যেত না৷ ’’ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন মিস্টার রাপহেল৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
২৪ বছরের যমজ ভাই, ঘণ্টার হেরফেরে করোনা কেড়ে নিল প্রাণ, মর্মান্তিক
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement