বাকি CBSCবোর্ডের পরীক্ষা সম্ভব নয়,ইন্টারনাল মার্কস দেখে দশম-দ্বাদশ শ্রেণীতে পাসের আর্জি মণীশ সিসোদিয়ার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তবে মনীশ সিসোদিয়ার বক্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷ অর্থাৎ পরীক্ষা হবে নাকি ইন্টারনাল মার্কস দেখে পাস করানো হবে, সেনিয়ে কোনও বক্তব্য মেলেনি কেন্দ্রের পক্ষ থেকে৷
#নয়াদিল্লি: লকডাউনের জেরে পিছিয়ে চলেছে CBSC বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা৷ কবে আবার বাকি থাকা পেপারগুলির পরীক্ষা নেওয়া হবে, সেই দিনক্ষণও চূড়ান্ত করা যাচ্ছে না৷ তাই এই মুহূর্তে ক্লাসের ইন্টারনাল মার্কস দেখে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাস করিয়ে পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন দিল্লির মন্ত্রী মনীশ সিসোদিয়া৷ মঙ্গলবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বৈঠকে এই প্রস্তাব রাখেন তিনি৷
দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া রাজ্যের শিক্ষামন্ত্রীও৷ তাঁর মতে বাকি থাকা বোর্ডের পরীক্ষা আর নেওয়া সম্ভব নয়৷ কারণ তাতে পরীক্ষার্থীদের জমায়েত হবে৷ তাই যতদিন না পর্যন্ত করোনার প্রকোপ কমে ততদিন এই পরীক্ষা সম্ভব নয়৷ কিন্তু তার জন্য তো গোটা শিক্ষাবর্ষ নষ্ট করা যায় না৷ একইভাবে তিনি সিলেবাস কমিয়ে দেওয়ার আর্জিও রেখেছে এই বৈঠকে৷ শুধু ক্লাসগুলির নয়, JEE, NEET-র জন্য তা কার্যকারী করা উচিৎ বলে তার মত৷
advertisement
CBSE की 10 व 12वीं की बची हुई परीक्षाएँ कराना अभी सम्भव नहीं होगा अतः इंटरनल एग्जाम के आधार पर ही बच्चों को पास किया जाए जैसा कि 9 वीं और 11वीं के बच्चों को पास किया गया है: दिल्ली के शिक्षा मंत्री, मनीष सिसोदिया (फाइल तस्वीर) pic.twitter.com/2m5hvIYUXE
— ANI_HindiNews (@AHindinews) April 28, 2020
advertisement
advertisement
তবে মনীশ সিসোদিয়ার বক্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷ অর্থাৎ পরীক্ষা হবে নাকি ইন্টারনাল মার্কস দেখে পাস করানো হবে, সেনিয়ে কোনও বক্তব্য মেলেনি কেন্দ্রের পক্ষ থেকে৷
যদিও এদিন বৈঠকে CBSC বোর্ডের উত্তরপত্র মূল্যায়নের কথা জানিয়ে দেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল৷ ২২টি রাজ্যের শিক্ষামন্ত্রী এবং ১৪টি রাজ্যের শিক্ষা সচিব এই বৈঠকে অংশ নেন৷ বৈঠকে জানানো হয় যেন কোনও করোনার প্রভাব কোন ছাত্রছাত্রীর ওপর সেভাবে না পড়ে৷ এবং পাশাপাশি বিকল্প শিক্ষাবর্ষের চিন্তাভাবনা করার কথাও বলা হয় বৈঠকে৷
advertisement
दिल्ली सरकार ने दूरदर्शन और AIR FM पर रोज़ाना तीन तीन घंटे के समय की माँग की है ताकि दिल्ली सरकार के शिक्षक सभी बच्चों के लिए ऑन एयर क्लास चला सकें: दिल्ली शिक्षा मंत्री, मनीष सिसोदिया https://t.co/dP5er6mOz9
— ANI_HindiNews (@AHindinews) April 28, 2020
Location :
First Published :
April 28, 2020 9:41 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাকি CBSCবোর্ডের পরীক্ষা সম্ভব নয়,ইন্টারনাল মার্কস দেখে দশম-দ্বাদশ শ্রেণীতে পাসের আর্জি মণীশ সিসোদিয়ার