‘কেন্দ্র শুধু ভাষণ দেয়, পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে পড়ুয়াদের বিপদে ফেলছে’, JEE-NEET নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

Last Updated:

ট্রেন চলছে না, পরীক্ষার্থীরা সময়ে সেন্টারে পৌঁছতে পারবে তো? না পারলে কারও বছর নষ্ট হলে তার জন্য কে দায়ী থাকবে?’ প্রশ্ন মমতার

#কলকাতা: পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে কেন্দ্র ৷ ভোটের সময় এক, ভোট গেলে অন্যকথা ৷  JEE-NEET পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে ফের মমতার নিশানায় মোদি সরকার ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভামঞ্চ থেকে জেইই-নিট ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী ৷
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, ‘পড়ুয়াদের বিপদে ফেলছে কেন্দ্র ৷ পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে ৷ JEE-NEET সহ সব পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা ৷ পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হওয়ার আশঙ্কায় পড়ুয়ারা ৷ সবাই ভাবছে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হব না তো? পরীক্ষা নিয়ে পরিবারের লোকজনও চিন্তিত।’ তাঁর মতে, ‘ট্রেন চলছে না, কারখানা চলছে না, বহু লোক ওয়ার্ক ফর্ম হোম করছেন, এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের উপর চাপ কেন? ভিন জেলা ও ভিন রাজ্য থেকে এসে অনেকে পরীক্ষা দেয়। এই পরীক্ষার্থীরা সময়ে সেন্টারে পৌঁছতে পারবে তো? না পারলে কারও বছর নষ্ট হলে তার জন্য কে দায়ী থাকবে?’
advertisement
কেন্দ্রের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে নেত্রী বলেন, ‘কেন্দ্র শুধু ভাষণ দেয় ৷ কেন্দ্র হাত-পা ধুয়ে বসে আছে ৷ ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশ ৷ দেশে কয়েক কোটি যুবক-যুবতী বেকার ৷ কেন্দ্র সাহায্য করে না, শুধু ভাষণ দেয় ৷ শুধুই মন কি বাত চলছে ৷ আবার কেন্দ্র NPR-NRC-CAA চাপিয়ে দেবে ৷’
advertisement
advertisement
কেন্দ্রের নতুন শিক্ষানীতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘স্কুল নিয়েও কেন্দ্র ফরমান দেয় ৷ স্কুল আমাদের হাতে থাকায় পরীক্ষা স্থগিত ৷ আপাতত স্কুলে কোনও পরীক্ষা নয় ৷ স্কুল খুললে শুধু দশম ও দ্বাদশের পরীক্ষা হবে ৷ নতুন শিক্ষানীতি নিয়ে কোনও আলোচনা করেনি কেন্দ্র ৷’
সনিয়া গান্ধীর ডাকা বৈঠকে সাত অবিজেপি মুখ্যমন্ত্রী দু’দিন আগেই ঠিক করেছিলেন জয়েন্ট-নিট নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হবে ৷ সেই প্রসঙ্গে এদিন মমতা বলেন,  ‘জেইই-নিট নিয়ে সুপ্রিম কোর্টে ৬ রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছে। পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে ৬ রাজ্যের আর্জি জমা পড়েছে ৷’
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘কেন্দ্র শুধু ভাষণ দেয়, পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে পড়ুয়াদের বিপদে ফেলছে’, JEE-NEET নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement