#কলকাতা: পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে কেন্দ্র ৷ ভোটের সময় এক, ভোট গেলে অন্যকথা ৷ JEE-NEET পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে ফের মমতার নিশানায় মোদি সরকার ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভামঞ্চ থেকে জেইই-নিট ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী ৷
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, ‘পড়ুয়াদের বিপদে ফেলছে কেন্দ্র ৷ পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে ৷ JEE-NEET সহ সব পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা ৷ পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হওয়ার আশঙ্কায় পড়ুয়ারা ৷ সবাই ভাবছে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হব না তো? পরীক্ষা নিয়ে পরিবারের লোকজনও চিন্তিত।’ তাঁর মতে, ‘ট্রেন চলছে না, কারখানা চলছে না, বহু লোক ওয়ার্ক ফর্ম হোম করছেন, এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের উপর চাপ কেন? ভিন জেলা ও ভিন রাজ্য থেকে এসে অনেকে পরীক্ষা দেয়। এই পরীক্ষার্থীরা সময়ে সেন্টারে পৌঁছতে পারবে তো? না পারলে কারও বছর নষ্ট হলে তার জন্য কে দায়ী থাকবে?’নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: JEE Main 2020, Mamata Banerjee, NEET