Home /News /coronavirus-latest-news /
করোনা আক্রান্ত সুনীল ছেত্রী! কী বার্তা দিলেন ভারত অধিনায়ক?

করোনা আক্রান্ত সুনীল ছেত্রী! কী বার্তা দিলেন ভারত অধিনায়ক?

Sunil Chhetri

Sunil Chhetri

করোনা আক্রান্ত সুনীল ছেত্রী! টিম ইন্ডিয়া ও বেঙ্গালুরু এফসি-র ক্যাপ্টেন বৃহস্পতিবার বিকালে নিজেই এই খবর জানিয়েছেন ট্যুইটারে৷

  • Last Updated :
  • Share this:

করোনা আক্রান্ত (COVID -19) সুনীল ছেত্রী (Sunil Chhetri) ! টিম ইন্ডিয়া ও বেঙ্গালুরু এফসি-র ক্যাপ্টেন বৃহস্পতিবার বিকালে নিজেই এই খবর জানিয়েছেন ট্যুইটারে৷ তবে সুনীল আশ্বস্ত করেছেন যে, তিনি ভাল আছেন৷ বাকিদের সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন বাংলার জামাই৷

সুনীল লিখলেন, " খুব একটা খুশির কোনও আপডেট দেওয়ার নেই৷ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্তু ভাল খবর এটা যে, আমি সুস্থ আছি৷  ধীরে ধীরে সেরে উঠছি৷ দ্রুত ফুটবল পিচে ফিরব৷ আমার মনে হয় সকলকে মনে করিয়ে দেওয়ার জন্য এটাই সেরা সময় যে, সবসময় নিরাপত্তা ও সতকর্তা অবলম্বন করে চলা উচিত৷"

ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দু'টো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ভারতীয় দল দুবাই উড়ে যাবে ১৫ মার্চ। আমিরশাহির বিরুদ্ধে ইগর স্টিম্যাচের শিষ্যরা খেলবেন ২৫ মার্চ। ওমানের বিরুদ্ধে খেলবেন ২৯ মার্চ। সুনীল রেখেই স্টিম্যাচ প্রাথমিক দল ঘোষণা করেছেন৷ আশা করা যায় সুনীল দুবাইয়ের বিমান ধরবেন৷

Published by:Subhapam Saha
First published:

Tags: COVID-19, Sunil Chhetri