করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু সবচেয়ে বেশি, আবার সবচেয়ে বেশি মানুষ আক্রমণমুক্ত হলেন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত ৭২৩ জন ৷ শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই মৃত ৩৭ জন । পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৭৪৮ জন ৷
#নয়াদিল্লি: লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা । একমাসের লকডাউনে কিছুটা লাভ হলেও কোভিড-১৯-এ সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে ভারতে ৷ কবে থামবে এই মারণ ভাইরাসের তাণ্ডব, তার উত্তর নেই কারোর কাছেই ৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৩ হাজার ছাড়িয়েছে ৷ এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪৫২ জন ৷ গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি । বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত ৭২৩ জন ৷ শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই মৃত ৩৭ জন । পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৭৪৮ জন ৷
তবে তার মধ্যেও আশার খবর, করোনায় আক্রান্ত দ্বিগুণ হওয়ার হার কমেছে । আগে যা ৭.৫ দিনে হচ্ছিল । এখন তা হচ্ছে ১০ দিনে । এছাড়াও দেশের ৮০টি জেলায় নতুন করে সংক্রমণের খবর পাওয়া যায়নি গত ১৪ দিনে।
এদিকে করোনা মোকাবিলায় এবার ভারতে অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভি ব্যবহারের ভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ড্রাগ ব্যবহারে ছাড়পত্র দিয়েছে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR। নিউজ 18 নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে CSIR-এর ডিরেক্টর জেনারেল চিকিৎসক শেখর সি মান্ডে জানান, একাধিক দেশে অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভি বিভিন্ন রকম জ্বরকে কাবু করতে সাহায্য করেছে। এর মধ্যে চিন, জাপান, রাশিয়া ও মধ্য প্রাচ্যে করোনা মোকাবিলাতেও এই ওষুধ অনেকটা কার্যকরী বলে জানা গিয়েছে। একটি বেসরকারি ফার্মা কম্পানি ওষুধটি তৈরি করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া। এছাড়াও করোনা মোকাবিলায় কুড়িটি ড্রাগ নিয়ে কাজ করছেন বিজ্ঞানিরা। চিন ও জাপানে মিলেছে সাফল্য। ভারতেও করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল ফ্যাভিপিরাভির ব্যবহারের ভাবনা। এদেশেই অ্যান্টিভাইরাল এই ওষুধ তৈরির ছাড়পত্র CSIR-র।
advertisement
Location :
First Published :
April 25, 2020 8:27 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু সবচেয়ে বেশি, আবার সবচেয়ে বেশি মানুষ আক্রমণমুক্ত হলেন