Jammu Kashmir : অক্সিজেনের হাহাকারের মধ্যেই সুখবর, 'আত্মনির্ভরতার' নজির জম্মু-কাশ্মীরে!

জম্মু-কাশ্মীরের নয়া প্ল্যান্ট ছবি :ANI

ভ্যাকসিনের অপ্রতুলতা, অক্সিজেনের দেশব্যাপী ঘাটতি, ওষুধ নিয়ে কালোবাজারির মধ্যেই আত্মনির্ভরতার এক অভিনব উদাহরণ তুলে ধরলো জম্মু কাশ্মীরের কুপওয়ারার একটি হাসপাতাল।

 • Share this:

  #কুপওয়ারা : অতিমারী আবহে অক্সিজেনের আকাল। ক্রমশ যেন শ্বাসরোধ করে তুলছে ভারতের। ভ্যাকসিনের অপ্রতুলতা, অক্সিজেনের দেশব্যাপী ঘাটতি, ওষুধ নিয়ে কালোবাজারির মধ্যেই আত্মনির্ভরতার এক অভিনব উদাহরণ তুলে ধরলো জম্মু কাশ্মীরের কুপোয়ারার একটি হাসপাতাল। নিজেদের উদ্যোগে কুপওয়ারার সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে একটি আস্ত অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করল জম্মু-কাশ্মীর প্রশাসন৷

  প্রতি মিনিটে ১০০০ লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব হবে এই ওই প্ল্যান্টটিতে। এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানান হাসপাতালের চিকিৎসক শেখ ইকবাল৷ তিনি আরও বলেন, "দেশজুড়ে অক্সিজেনের হাহাকার চলছে৷ শ্বাসকষ্টের সমস্যায় ভোগা যে কোনো রোগীরই অক্সিজেন পাওয়া সহজ হবে এবার৷ আর এতে রেফার করা রোগীর সংখ্যাও কমবে৷"

  হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার বলেন, "আমাদের জন্য এই অক্সিজেন প্ল্যান্ট খুবই সুবিধেজনক ৷ একই সঙ্গে একশোটি বেডে সর্বোচ্চ পরিমাণে অক্সিজেন দেওয়া সম্ভব হবে৷" আগে অক্সিজেন সিলিন্ডারের জন্য শ্রীনগরে যেতে হত, কিন্তু এবার এই নতুন অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন মিলবে সহজে, জানালেন হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় মঞ্জুর আহমেদ৷ সরকারি তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে অ্যাকটিভ কোভিড-19 রোগীর সংখ্যা ১৬, ৯৯৩ ৷ সব মিলিয়ে জম্মু-কাশ্মীরে কোভিড-19 রোগীর সংখ্যা ১,৩৭,২৪০ ৷

  Published by:Sanjukta Sarkar
  First published: