একসঙ্গে ৬০০ পাইলটকে ছাঁটাই করল এমিরেটস, তালিকায় রয়েছেন ভারতীয়রাও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ছাঁটাইয়ের ফলে সাম্প্রতিক আর্থিক মন্দার দরুণ মোট ৭৯২ জনকে ছাঁটাই করল এমিরেটস ৷
#দুবাই: দুবাইয়ের সরকারি বিমান সংস্থা এমিরেটস একসঙ্গে ৬০০ পাইলটকে ছাঁটাই করল ৷ কাজ হারানো পাইলটদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়ও রয়েছেন৷ এখনও পর্যন্ত বিমান পরিষেবা ক্ষেত্রে এটাই অন্যতম বৃহত্তম ছাঁটাইয়ের ঘটনা৷ মঙ্গলবারই এই পদক্ষেপ করেছে সংস্থা৷
এই ছাঁটাইয়ের ফলে সাম্প্রতিক আর্থিক মন্দার দরুণ মোট ৭৯২ জনকে ছাঁটাই করল এমিরেটস৷ Moneycontrol-এর একটি রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস অতিমারির প্রভাবে রবিবারই কেবিন ক্রু এবং ট্রেনি পাইলট-সহ বেশ কিছু কর্মীকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সংস্থার এক মুখপাত্র বলেন, 'আমাদের পরিষেবা চালু রাখার স্বার্থে আমরা সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেছি৷ দুর্ভাগ্যবশত আমাদের কয়েকজন অসাধারণ সহকর্মীকে আমাদের বিদায় জানাতে হবে৷' ওই মুখপাত্রের আরও দাবি, কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সংস্থা সবরকম পদক্ষেপ করছে৷
advertisement
এমিরেটস গ্রুপের অংশ সরকারি এই বিমানসংস্থায় প্রায় ৬০ হাজার কর্মী রয়েছেন৷ গত ১০ মে এমিরেটস জানিয়েছিল, কর্মীদের ধরে রাখার জন্য দুবাই সরকার পদক্ষেপ করবে৷ বিমানবন্দর পরিষেবা ক্ষেত্রে এমিরেটস গ্রুপের সহকারী সংস্থা DNATA তাদের বেশ কিছু কর্মীকে ছাঁটাই করেছিল৷ পাশাপাশি কয়েক হাজার কর্মীকে বিনা বেতনে ছুটিতেও পাঠানো হয়৷
advertisement
Location :
First Published :
June 09, 2020 11:05 PM IST