#ডানকুনি: রাস্তার মধ্যে টেবিল পেতে দেদার বিকোচ্ছে গোমূত্র ! হ্যাঁ, দাম ৪০০ টাকা প্রতি লিটার ৷ গোবরের দাম ৫০০ টাকা ৷ এটা ‘গো-মাতা’র ক্ষেত্রে ৷ যদিও ষাঁড়ের মূত্রের দাম কিছুটা কম ৷ ৩০০ টাকা প্রতি লিটার ৷ কখনও কখনও পাওয়া যাচ্ছে ডিসকাউন্টও ৷ প্রায় ১০০ টাকার ছাড়ে ২০০ টাকায় সেটা কিনে নিচ্ছেন ক্রেতারা ৷ আর এত সব কাণ্ডের পিছনে কারণ একটাই ৷ সেটা হল করোনা ভাইরাস ৷
গোমূত্র পান করলেই করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব ৷ এমন ধারণা ভালমতোই ছড়িয়েছে ভারতে ৷ করোনা আতঙ্কের দিনে গোমূত্রের এখন রমরমা বাজার ৷ হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন শেখ মাবুদ আলি ৷ ক্রেতাদের ডেকে ডেকে তিনি বলছেন, ‘‘খেয়ে দেখুন একবার ৷ করোনা ছুঁতেও পারবে না.. !’’ আর তাতেই যেন শুরু হয়েছে ‘গোমূত্র পার্টি’ ৷ কিছুদিন আগেই ভারত হিন্দু মহাসভার তরফে দিল্লিতে একটা ‘গোমূত্র পার্টি’র ব্যবস্থা করা হয়েছিল ৷ সেখানে প্রচুর মানুষ অংশও নিয়েছিলেন ৷ এবার এ রাজ্যেই খুল্লাম খুল্লাই চলছে গোমূত্র পার্টি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Cow Urine