#কলকাতা: দেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়া শ্রমিকদের অনেকেই এখনও আটকে। কেউ মাইলের পর মাইল হেঁটে ঘরে ফিরেছন। কেউ সফল হননি। বাঁকুড়া ও পুরুলিয়া সীমানায় আটকে এমনই চল্লিশ জন শ্রমিক।
কেউ কাজ করেন গড়বেতার হিমঘরে, কেউ হাওড়ার ছোট কারখানায়। কেউ ঝাড়খণ্ড থেকে এসেছিলেন, কেউ এসেছিলেন বিহার থেকে। লকডাউনের পর ঘরে ফেরার আপ্রাণ চেষ্টা। প্রায় আড়াইশো কিলোমিটার পথ পেরিয়েছেন। পুরুলিয়ার আদ্রার কাছে এসে ওঁদের আটকে দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। রেললাইন ধরেই হেঁটে বাঁকুড়ার দিকে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বাঁকুড়ার সীমানাতে আটকে রয়েছেন ওঁরা। না রয়েছে সামান্য আশ্রয়, না খাবার।
অভিযোগ, সাহায্য মেলেনি স্থানীয়দের থেকেও। এমনকী বহু সময় ওঁদের তাড়া দিয়ে সরিয়ে দেওয়ারও চেষ্টা চলেছে। এই পরিস্থিতিতে কখনও জঙ্গলে, কখনও রেলব্রিজের নীচে আশ্রয় নিয়েছেন শ্রমিকরা। এখন ওঁরা চান, হয় ওঁদের ঘরে ফিরিয়ে দেওয়া হোক, নাহলে সামান্য আশ্রয়ের ব্যবস্থা করা হোক। ন্যূনতম খাবারটুকু যাতে পান, সেদিকেও নজর দেওয়া হোক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, Coronavirus lockdown, COVID-19, Migrants, Situation of other state labours