কোভ্যাকসিন নিলে করতে হবে সম্মতিপত্রে সই, কোনও রকম ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে সরকার

Last Updated:

যাঁরা ভারত বায়োটেক-এর ভ্যাকসিন নিচ্ছেন, তাঁদের সম্মতিপত্রে সই করতে বলা হয়েছে। এই সম্মতিপত্রে লেখা রয়েছে, ভ্যাকসিন নিয়ে কারও কোনও ক্ষতি হলে, দেওয়া হবে ক্ষতিপূরণ।

#নয়াদিল্লি: ভারতে আজ শুরু হয়েছে টিকাকরণ। প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। যাঁরা ভারত বায়োটেক-এর ভ্যাকসিন নিচ্ছেন, তাঁদের সম্মতিপত্রে সই করতে বলা হয়েছে। এই সম্মতিপত্রে লেখা রয়েছে, ভ্যাকসিন নিয়ে কারও কোনও ক্ষতি হলে, দেওয়া হবে ক্ষতিপূরণ। প্রসঙ্গত, তৃতীয় পর্বের ট্রায়াল সম্পন্ন হয়নি ভারতে তৈরি এই ভ্যাকসিনের। ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবেই আপাতত চলছে টিকাকরণ।
সম্মতিপত্রে পরিষ্কার লেখা রয়েছে, “ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন (কোভ্যাকসিনটিএম) জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে প্রমাণিত হয়েছে যে, করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে এই ভ্যাকসিন। তবে এই ভ্যাকসিনের কার্যকারিতা এখনও সম্পূর্ণ রূপে প্রমাণিত হয়নি, কারণ তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়নি এ পর্যন্ত। তাই এই ভ্যাকসিন নিলেও, মেনে চলতে হবে করোনার বিরুদ্ধে সব রকম নিয়মবিধি।”
advertisement
আরও বলা হয়েছে, “ভ্যাকসিন নিয়ে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে, সরকারি তরফে নেওয়া হবে পদক্ষেপ। সেই ব্যক্তির চিকিৎসা করানো হবে সরকারি তরফে, সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায়। ভ্যাকসিন নেওয়ার কারণে যদি কোনও খারাপ ঘটনা ঘটে, তবে দেওয়া হবে ক্ষতিপূরণ।”
advertisement
শুধু তাই নয়, “ভ্যাকসিন নেওয়ার আগে আমার দেওয়া সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে সরকারি ডেটাবেসে। এবং আমার দিক থেকে, সরকারি তরফে পাওয়া সমস্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখব।” এই বিবৃতি মেনে সই করতে হবে টিকা নেওয়ার আগে। কনসেন্ট ফর্ম ছাড়াও, টিকা নেওয়ার সময় দেওয়া হচ্ছে আরও একটি ফর্ম। টিকা নেওয়ার সাত দিনের মধ্যে কোনও গুরুতর অসুস্থতা দেখা দিলে, জ্বর অথবা ব্যথার মতো উপসর্গ লিখে জমা দিতে হবে এই ফর্ম।
advertisement
ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন নামের এই ভ্যাকসিন এবং সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড আবিষ্কৃত কোভিশিল্ড, এই দুই ভ্যাকসিন টিকাকরণের জন্য সরকারি অনুমোদন পেয়েছে এ দেশে। তবে কোন ভ্যাকসিন নেবেন, তা নিজে পছন্দ করতে পারবেন না দেশবাসী।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভ্যাকসিন নিলে করতে হবে সম্মতিপত্রে সই, কোনও রকম ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement