Coronavirus| ভারতে সুস্থ হয়ে ওঠার হার নজরকাড়া, তবে সংক্রমণের নিরিখে এই মুহূর্তে চার নম্বরে দেশ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সংক্রমণের বৃদ্ধি যেরকম ভয় দেখাচ্ছে, তেমনিই সেরে ওঠার হার আশা দেখাচ্ছে
#নয়াদিল্লি: দেশে রোজই করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকছে ৷ কিন্তু এরমধ্যেই সামনে এল ভালো খবর ৷ দেশে ২৪ ঘণ্টা ৭৪১৯ জন সেরে উঠেছেন ৷ এখনও অবধি ভারতে ঠিক হয়ে গেছেন ১,৬৯,৭৯৭ জন ঠিক হয়ে গেছেন ৷ এই সেরে ওঠার রেট ৫১.০৮ শতাংশ ৷ অর্থাৎ ইতিমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণের অর্ধেক মানুষ ঠিক হয়ে গেছেন ৷
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে সরকারি ল্যাবরেটরির সংখ্যা অনেকটা বেড়ে গেছে ৷ সেই সংখ্যাটা এই মুহূর্তে ৬৫৩ ৷ অন্যদিকে বেসরকারি ল্যাবরেটরি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ টি ৷ সারা দেশে ৯০১ টি ল্যাব রয়েছে ৷
করোনা ভাইরাসের মোট সংক্রমিত৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ ৷ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১১৫০২ জন ৷ মারা গেছেন ৩২ ৫জন ৷ দেশে এই মুহূর্তে করোনা সংক্রমিত ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন ৷ করোনায় সারা দেশে এখনও অবধি মোট ৯,৫২০ জন মারা গেছেন ৷
advertisement
advertisement
দেশে ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন আক্রান্ত আর এই মুহূর্তে সুস্থ হওয়ার সংখ্যা এই আক্রান্তদের থেকে বেশি ৷ সেই সংখ্যাটা ১,৬৯,৭৯৭ জন ৷ আর একজন বিদেশে ফিরে গেছেন ৷ এই হিসেবে ভর দিয়েই সুস্থ হয়ে ওঠার হার ৫১.০৭ শতাংশ ৷
মন্ত্রালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১১,৫০২ ৷ এদিন ৩২৫ জনের মৃত্যু হয়েছে ৷ তারমধ্যে মহারাষ্ট্রে ১২০, দিল্লিতে ৫৬, গুজরাতে ২৯, তামিলনাড়ুতে ৩৮ জন মারা গেছেন ৷
advertisement
উত্তরপ্রদেশে সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের ৷ পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে ১২ জন, রাজস্থান আর হরিয়ানায় দশ জন করে মারা গেছেন ৷ কর্ণাটকে মৃতের সংখ্যা ৫, জম্মু-কাশ্মীরে ৪, তেলেঙ্গানা-পণ্ডিচেরিতে ৩ , অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগড়, পঞ্জাবে ২ জন করে মারা গেছেন ৷ উত্তরাখণ্ড .হিমাচল প্রদেশ ও ওড়িশায় ১ জন করে মারা গেছেন ৷
advertisement
মৃতের সংখ্যার নিরিখে এই মুহূর্তে ন নম্বরে ভারত ৷ আমেরিকা, ব্রাজিল, রুশ, -র পর করোনা সংক্রমণের হিসেবে চতুর্থ স্থানে ভারত ৷ অন্যদিকে করোনায় মৃত্যুর সংখ্যার নিরিখে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী ভারত ৯ নম্বরে ৷ এখনও অবধি করোনার জেরে মহারাষ্ট্রে ৩৯৫০, গুজরাতে ১৪৭৭, দিল্লিতে ১৩২৭ জনের মৃত্যু হয়েছে ৷
view commentsLocation :
First Published :
June 15, 2020 8:45 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| ভারতে সুস্থ হয়ে ওঠার হার নজরকাড়া, তবে সংক্রমণের নিরিখে এই মুহূর্তে চার নম্বরে দেশ