Coronavirus| ভারতে সুস্থ হয়ে ওঠার হার নজরকাড়া, তবে সংক্রমণের নিরিখে এই মুহূর্তে চার নম্বরে দেশ

Last Updated:

সংক্রমণের বৃদ্ধি যেরকম ভয় দেখাচ্ছে, তেমনিই সেরে ওঠার হার আশা দেখাচ্ছে

#নয়াদিল্লি:  দেশে রোজই করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকছে ৷ কিন্তু এরমধ্যেই সামনে এল ভালো খবর ৷ দেশে ২৪ ঘণ্টা ৭৪১৯ জন সেরে উঠেছেন ৷ এখনও অবধি ভারতে ঠিক হয়ে গেছেন ১,৬৯,৭৯৭ জন ঠিক হয়ে গেছেন ৷ এই সেরে ওঠার রেট ৫১.০৮ শতাংশ ৷ অর্থাৎ ইতিমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণের অর্ধেক মানুষ ঠিক হয়ে গেছেন ৷
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে সরকারি ল্যাবরেটরির সংখ্যা অনেকটা বেড়ে গেছে ৷ সেই সংখ্যাটা এই মুহূর্তে ৬৫৩ ৷ অন্যদিকে বেসরকারি ল্যাবরেটরি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ টি ৷ সারা দেশে ৯০১ টি ল্যাব রয়েছে ৷
করোনা ভাইরাসের মোট সংক্রমিত৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ ৷ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১১৫০২ জন ৷ মারা গেছেন ৩২ ৫জন ৷ দেশে এই মুহূর্তে করোনা সংক্রমিত ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন ৷ করোনায় সারা দেশে এখনও অবধি মোট ৯,৫২০ জন মারা গেছেন ৷
advertisement
advertisement
দেশে ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন আক্রান্ত আর এই মুহূর্তে সুস্থ হওয়ার সংখ্যা এই আক্রান্তদের থেকে বেশি ৷ সেই সংখ্যাটা ১,৬৯,৭৯৭ জন ৷ আর একজন বিদেশে ফিরে গেছেন ৷ এই হিসেবে ভর দিয়েই সুস্থ হয়ে ওঠার হার ৫১.০৭ শতাংশ ৷
মন্ত্রালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১১,৫০২ ৷ এদিন ৩২৫ জনের মৃত্যু হয়েছে ৷ তারমধ্যে মহারাষ্ট্রে ১২০, দিল্লিতে ৫৬, গুজরাতে ২৯, তামিলনাড়ুতে ৩৮ জন মারা গেছেন ৷
advertisement
উত্তরপ্রদেশে সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের ৷ পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে ১২ জন, রাজস্থান আর হরিয়ানায় দশ জন করে মারা গেছেন ৷ কর্ণাটকে মৃতের সংখ্যা ৫, জম্মু-কাশ্মীরে ৪, তেলেঙ্গানা-পণ্ডিচেরিতে ৩ , অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগড়, পঞ্জাবে ২ জন করে মারা গেছেন ৷ উত্তরাখণ্ড .হিমাচল প্রদেশ ও ওড়িশায় ১ জন করে মারা গেছেন ৷
advertisement
মৃতের সংখ্যার নিরিখে এই মুহূর্তে ন নম্বরে ভারত ৷ আমেরিকা, ব্রাজিল, রুশ, -র পর করোনা সংক্রমণের হিসেবে চতুর্থ স্থানে ভারত ৷ অন্যদিকে করোনায় মৃত্যুর সংখ্যার নিরিখে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী ভারত ৯ নম্বরে ৷ এখনও অবধি করোনার জেরে মহারাষ্ট্রে ৩৯৫০, গুজরাতে ১৪৭৭, দিল্লিতে ১৩২৭ জনের মৃত্যু হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| ভারতে সুস্থ হয়ে ওঠার হার নজরকাড়া, তবে সংক্রমণের নিরিখে এই মুহূর্তে চার নম্বরে দেশ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement